ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
339

মৌলভীবাজারে গতকাল ২৭ মার্চ বুধবার সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো.ওয়াসিম আব্বাস ও অটোরিকসার ধাক্কায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সুমন মিয়ার হত্যার প্রতিবাদে ঘাতক পরিবহন শ্রমিকদের শাস্তির দাবিতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

যাত্রী অধিকার আন্দোলন মৌলভীবাজারের সমন্বয়ক আব্দুল কালাম ও ছাত্র নেতা জাকের আহমদ অপু নেতৃত্বে সরকারি কলেজ থেকে প্রতিবাদ মানববন্ধন মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এরপরই যাত্রী অধিকার আন্দোলন মৌলভীবাজার প্রধান সমন্বয়ক আশরাফ আলীর সভাপতিত্বে ও সমন্বয়ক আব্দুল কালাম এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বক্তব্য দেন।

মিছিলে ছাত্ররা স্লোগান দেয় ঘাতক চালকদের ফাঁসি চাই, নিরাপদ সড়ক চাই, সুমন ও ওয়াসিম হত্যার বিচার চাই।

মানববন্ধনে বক্তারা বলেন বাস থেকে ফেলে যেভাবে সিকৃবি এর শিক্ষার্থী ওয়াসিমকে ও সিএনজির ধাক্কায় নিহত সুমন হত্যার সুষ্ঠ তদন্তসহ ন্যায় বিচারের দাবি জানাই। আরো  বলেন আর কোন মায়ের বুক এভাবে খালি হোক আমরা চাই না। সেই সাথে ঘাতক চালক ও হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা কেউ ঘটানোর সাহস না পাই।

মানববন্ধনে মৌলভীবাজার সরকারি কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন গনমাধ্যমের কর্মীবৃন্দরাও উপস্হিত ছিলেন।