শিরোনাম :
ম্যানুয়েল রোজারিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না
ডিসিনিউজ ।। ঢাকা
ম্যানুয়েল রোজারিও/মেলবিন স্যারকে আজ ২৩ জুন, দুপুর ১২ টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দুপুর ১২টার দিকে তুমিলিয়া ক্রেডিটের সামনে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরাও অনেকে তাঁকে দেখেছে। তিনি সেখানে অবস্থান নেওয়া দারোয়ানকে নিজের বাড়ি কোন দিকে তা-ও জিজ্ঞেস করেছিলেন। এরপর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
তার নিখোঁজ হওয়াতে পরিবারের সবাই চিন্তিত। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে ০১৭১৬৫৫৭৭৫৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।
তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন যেকারণে তিনি কিছুই মনে করতে পারেন না। তিনি বাড়ির ঠিকানাও বলতে পারবে না। তাই তার সন্ধান পেলে দয়া করে উক্ত নম্বরে যোগাযোগ করুন।
বাড়ির ঠিকানাঃ
গ্রাম : হাড়িখোলা (কালা করিগ বাড়ী),
পোস্ট অফিসঃ কালীগঞ্জ, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ গাজীপুর।