ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ৩১ অক্টোবর ২০২৫
বাংলা : ১৫ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ যথাযথ মর্যাদায় সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস

যথাযথ মর্যাদায় সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস

0
437

আজ (মঙ্গল বার) বিশ^ শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠনের আয়োজন করা হয়।

সকাল ৮ টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় হয়ে শহীদ আবদুল রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সাতক্ষীরা হোটেল রেস্তোরা ও ব্যাকারী ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিকলীগসহ আরো বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠন অংশ নেয়।

এ দিন সকাল ৯ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘১৮৮৬ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎস্বর্গ করেছিলেন। আজ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশ আওমী লীগ সরকার শ্রমিক দের পাশে এসে দাড়িয়েছে।

‘গার্মেন্টস শ্রমিকদের দাবি সরকার একের পর এক পূরন করে চলেছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে পরিণত করেছে’ বলেন সাংসদ মোস্তাক।

আলোচনা সভা শেষে জাগরণের গানসহ বিভিন্ন সাংস্কতিক চর্চার মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

আরবি.আরপি. ১ মে, ২০১৮