ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাঙ্গামাটিয়া ক্রেডিটের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার লাভ

রাঙ্গামাটিয়া ক্রেডিটের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার লাভ

0
366

ভাওয়াল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ধর্মপল্লী রাঙ্গামাটিয়া ধর্মপল্লী। আর রাঙ্গামাটিয়ার রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ধর্মপল্লীর খ্রিষ্টভক্তদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। এক যুগ আগেও খেটে খাওয়া মানুষ তাদের মুরগীর ডিম, গরুর দুধ ও ক্ষেতের সবজি বিক্রি করে তাদের প্রিয় ও বিশ্বাসেরর স্থল ক্রেডিট ইউনিয়ন বা সমবায় ঋনদান সমিতিতে মাসিক জমা ও ঋনগ্রহণ করে জীবনমান উন্নয়ন করেছে।
ক্রেডিট ইউনিয়ন বা সমবায় সমিতির অবদান আমাদের খ্রিষ্টান সমাজে অনবদ্য। তাই ক্রেডিট ইউনিয়ন বা সমবায় সমিতি বহু উত্থান-পতনের পরও কাজ করে যাচ্ছে খ্রিষ্টভক্তদের কল্যাণে। আর এরই প্রাপ্তি বা স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে  রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, কালীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কার বা প্রাপ্তি রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর প্রত্যেকজন খ্রিষ্টভক্তের।
তাই সমিতির মালিক প্রত্যেকজন সদস্য/সদস্যা, সমিতির চেয়ারম্যান, সেক্রেটারি, ম্যানেজার, ব্যবস্থাপনা পরিষদ, ক্রেডিট কমিটি, পর্যবেক্ষণ কমিটি’র সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
গত ৭ নভেম্বর, ২০২০ সাল, কালীগঞ্জের শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি, এমপি’র কাছ থেকে সমিতির পক্ষে শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার গ্রহণ করেন রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ক্রেডিট কমিটির সেক্রেটারী মি. বার্নাড রিবেরু। (সূত্র: ম্যাক্সওয়েল জর্জ রিবেরুর ফেসবুক)

খ্রিষ্টানদের ছয়টি সমিতি পেল সমবায় পুরস্কার (ছবি)

হাউজিং সোসাইটির চেয়ারম্যানকে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের শুভেচ্ছা (ভিডিও)