ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো শিশু এনিমেটরদের প্রশিক্ষণ

রাজশাহীতে অনুষ্ঠিত হলো শিশু এনিমেটরদের প্রশিক্ষণ

0
272

ডিসি নিউজ:

রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের এনিমেটরদের যিশুর শিক্ষায় খ্রীষ্টিয় সমাজ গড়ার লক্ষে চার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় ধর্মপ্রদেশের খ্রিষ্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্র রাজশাহীর ওমরপুরে।
রাজশাহী পন্টিফিকেল মিশন সোসাইটি (পিএমএস) ১-৪ আগস্ট রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীর ৫৬জন শিশু এনিমেটরকে নিয়ে ‘যিশুর বুলি শিক্ষা দাও, খ্রীষ্ট সমাজ গড়ে নাও’ মূলসুরের উপর ভিত্তি করে প্রশিক্ষণের আয়োজন করে।
ধর্মপল্লীতে শিশু মঙ্গল দল পরিচালনা করার জন্য উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় শিশু এনিমেটরদের।
উদ্বোধনী খ্রীষ্টযাগে বিশপ জেভার্স রোজারিও এনিমেটরদের উদ্দেশে করে বলেন, ‘এনিমেটররা হচ্ছেন মন্ডলীর প্রাণ সঞ্চারকারী। তারা ধর্মপল্লী ও মন্ডলীর জন্য সহায্যেকারী।’
প্রশিক্ষণের অংশ হিসেবে শিশুমঙ্গল পরিচালনার বাস্তব অভিজ্ঞতার জন্য দুটি ধর্মপল্লী পরিদর্শন করেন প্রশিক্ষণার্থীরা।