ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহীতে নীতি নৈতিকতা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে নীতি নৈতিকতা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
352

যুব সমাজের নৈতিকতা ও মূল্যবোধে জীবন গঠনের লক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ স্ট্রাটের আয়োজনে রাজশাহীতে নীতি নৈতিকতা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) রাজশাহী খ্রীষ্টজ্যোতি পালকীয় সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ডিডি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ স্ট্রাটের সচিব নির্মল রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেনিস সি. বাস্কে, রাজশাহী খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার নিখিল গমেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশপ জের্ভাস বলেন, ‘বাংলাদেশে যদিও খ্রীষ্টানদের সংখ্যা খুবই কম কিন্তু খ্রিষ্টানদের গুরুত্ব অনেক।বাংলাদেশের প্রথম সারির  স্কুল কলেজগুলো খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত।’

তিনি আরো  বলেন, ‘আজকের যুবক যুবতীরাই হচ্ছে আগামীর ভবিষ্যতের নেতা নেত্রী। তাই ভবিষ্যতের যোগ্য নেতা নেত্রী হতে নৈতিকতা ও মূল্যবোধে জীবন গঠন করতে হবে ।’

কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও বলেন, ‘যুবরাই দেশের শক্তি। নীতি নৈতিকতা না থাকলে কোনো অশুভ শক্তিকে পরাজয় করা যাবে না। সেজন্য যুব সমাজকে নীতি নৈতিকতাকে জীবনের পাথেয় হিসেবে নিতে হবে। সর্বদা নীতি নৈতিকতার বিষয়ে সচেতন থাকতে হবে।’

নৈতিকতাসম্পন্ন যুব সমাজের গুরুত্ব সম্পর্কে কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক বাস্কে বলেন, ‘আমাদের জীবনটা হচ্ছে পাহাড়ে উঠার মতো। যুবক যুবতীরা রয়েছে পাহাড়ে ওঠার আগের ধাপে। নীতি নৈতিকতা বিবর্জিত যুবসমাজ দেশ বা জাতির জন্য শুধু বোঝা নয় বরং আপদ। পশু জন্মগত ভাবেই পশু কিন্তু মানুষকে মানুষ হতে হয়। যখন মানুষের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের ভিত্তি হয় তখন মানুষ সম্পদ হয়ে ওঠে।

কর্মশালায় রাজশাহী ধর্মপ্রদেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক যুবতী অংশগ্রহণ করে।

আরবি.আরপি. ২৪ মার্চ, ২০১৮