শিরোনাম :
রাজশাহীতে মধ্য ভিকারিয়ার জুবিলী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
রাজশাহী
৩১ অক্টোবর: রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার জুবিলী সমাপনী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে নবাইবটতলা রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থস্থানে। অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, ফাদার, সিস্টার, সেমিনারিয়ানসহ মধ্য ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানের প্রায় ৩,০০০ জন খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন।

সকাল ৮টা ৩০ মিনিটে আনন্দ র্যালির মাধ্যমে জুবিলী উৎসবের শুভ সূচনা হয়। র্যালি শেষে বিশপ জের্ভাস রোজারিও ও অন্যান্য ফাদারগণ জুবিলী স্মারক ক্রুশ উদ্বোধন ও আশীর্বাদ করেন। এরপর জুবিলীর তাৎপর্য ও গুরুত্বের ওপর বক্তব্য রাখেন শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু। অনুষ্ঠানসূচিতে রোজারিমালা প্রার্থনা ও পাপস্বীকার সাক্রামেন্টও অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা ৩০ মিনিটে বিশপ জের্ভাস রোজারিও জুবিলী মহাখ্রিষ্টযাগ উৎসর্গ করেন। এ সময় অন্যান্য ফাদারগণও সহার্পিতভাবে অংশগ্রহণ করেন।

নিজের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস বলেন, “জুবিলী হলো মন-পরিবর্তন ও ত্যাগস্বীকারের সময়। এটি আমাদের আহ্বান করে আশার বাণী প্রচার করতে এবং বিশেষভাবে যারা নানা সমস্যায় জর্জরিত তাদের পাশে দাঁড়াতে। আমরা অনেক কিছুর আশা করি, কিন্তু আমাদের প্রকৃত আশা হওয়া উচিত পিতার সঙ্গে মিলিত হওয়া। সেই পথে চলার মাধ্যমেই আমরা যিশুখ্রিস্টের প্রকৃত শিষ্য হতে পারি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মধ্য ভিকারিয়ার আহ্বায়ক ফাদার বিশ্বনাথ মারান্ডী বলেন, “জুবিলী মানেই আনন্দ ও কৃতজ্ঞতার উৎসব। আজকের এই সফল আয়োজনের জন্য আমরা পিতা পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকল সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”



































































