ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
বাংলা : ১৫ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহীতে মহান মে দিবস উদযাপন

রাজশাহীতে মহান মে দিবস উদযাপন

0
731

রাজশাহী জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্ত এবং শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধমে রাজশাহীতে মহান মে দিবস উদযাপন করা হয়েেছে।

সভায় রাজশাহী জেলা প্রশাসক এস. এম. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী (যুগ্ম সচিব) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জাকীর হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মুহাম্মদ নাসির উদ্দিন।

এছাড়াও মে দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) ,বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা সংসদ , কারিতাস রাজশাহী অঞ্চল এবং মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক গোষ্ঠী কর্মসূচি হাতে নিয়েছে এবং  শ্রমিকদের বিভিন্ন সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরবি.অারপি. ১ মে, ২০১৮