ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল

0
1818

বাংলাদেশের নারী ক্রিকেট দল ভারতের নারী ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ।

শেষ ওভারে ভারতের দেয়া ১১৩ রানের লক্ষ্য ছুঁতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে ১ রান নেয়ার পর দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে এক রান নেন রুমানা আহমেদ।

এরপর পরপর দুই বলে উইকেট গেলে, শেষ বলে বাংলাদেশ দলের জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল।

সাবেক অধিনায়ক জাহানারা আলাম ২ রান নিলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর মধ্য দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ।

এর আগে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত।

রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরার নিয়ন্ত্রিত বোলিং-এ ভারত ৭৪ রানে ৭ উইকেট হারায়। তখন ধারণা করা হয়েছিল যে ভারতীয় দল হয়তো ১০০ রান করতেও ব্যর্থ হতে পারে।

কিন্তু অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৪২ বলে ৫৬ রানের ইনিংসের কারণে ভারত ১১২ করে সংগ্রহ করে।

আরবি.আরপি. ১০ জুন ২০১৮