ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শিক্ষার্থীদের সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান

শিক্ষার্থীদের সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান

0
241

বৃহস্পতিবার কাপ্তাই সরকারি কর্ণফুলী ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলের ফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এ আহ্বান জানান।

পরে তিনি সরকারি কর্ণফুলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই সাথে তিনি এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজের ক্যারিয়ার গড়ার আহবান জানান। তিনি বলেন, তোমরাই জাতির ভবিষ্যত। তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ। তোমরা যদি সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকেরসর্বনাশা ফাঁদে পা রাখো তবে নিজেদের ও দেশের ক্ষতি হবে।

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন লেখাপড়া করার এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে। অথচ এমন এক সময় ছিল যখন এখানে লেখাপড়া করার কোন সুযোগ সুবিধা ছিলনা। ১৮৪১ সালে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সর্বপ্রথম একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। এর পর দীর্ঘ ৪১ বছর পর রাঙ্গামাটিতে শাহ স্কুল প্রতিষ্ঠিত হয়। আমি নিজে ঐ স্কুলের ছাত্র ছিলাম। এখন রাঙ্গামাটিতে শতাধিক সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৬০টিরও বেশী উচ্চ বিদ্যালয়,১০টি কলেজ এবং ১টি কারিগরী মহাবিদ্যালয় রয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য শান্ত্বনা চাকমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরী।

স্বাগত বক্তব্য রাখেন সরকারি কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।