ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮

শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮

0
1647

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনাজপুরে শুরু হয়েছে শিক্ষা মেলা।

১৩-১৪ মার্চ, দুই দিন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ঘিরে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে।

“মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” শ্লোগান কেন্দ্র করে ১৩ মার্চ, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টা হতে শুরু হয় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনাজপুর জেলার ১৩টি থানার মোট ১৫টি স্কুল শিক্ষা প্রদর্শনী স্টল সাজিয়েছে। শহরের বিভিন্ন স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্টল পরিদর্শন করেন। একই সাথে প্রত্যেক থানার শিক্ষার্থী ও শিক্ষকরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ দিন সন্ধ্যা ৮ টায় মেলা পরিদর্শন করেন মেলার প্রধান অতিথি ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন জনাব সাবির হোসেন, ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক পলিশি এন্ড অপারেশনের মহাপরিচালক জনাব বিজয় ঘোষাল পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এস.এম তৌফিকুজ্জামানসহ আরো অনেকে।

মেলার দ্বিতীয় দিন ১৪ মার্চ, সহকারী প্রাথমিক শিক্ষকদের জন্য যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আরবি.আরপি. ১৪ মার্চ, ২০১৮