শিরোনাম :
শুভ জন্মদিনে কার্ডিনাল প্যাট্রিককে ঢাকা ক্রেডিট ও বিসিএ’র প্রাণ ঢালা শুভেচ্ছা
ডিসিনিউজ || ঢাকা
সাতাত্তরতম জন্মদিনে দুটি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ প্রাণ ঢালা শুভেচ্ছা জানালেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিও কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসির কাকরাইলস্থ বাসভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজ ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় দু-জন প্রেসিডেন্ট তাঁদের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এক আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতাসহ শুভেচ্ছা জানান।
আনন্দ ও আন্তরিকতার সাথে কার্ডিনাল তাঁদের সঙ্গে সময় দেন ও দিকনির্দেশনামূলক কিছু পরামর্শ দেন। সবাইকে কার্ডিনাল নিজ নিজ গুণ ব্যবহার করে সর্বোচ্চ সেবাদানের উপদেশ দেন। তবেই খ্রিষ্টের সাক্ষ্য দেওয়া হবে বলে জানান। কার্ডিনাল বলেন, প্রত্যেক মানুষকে ঈশ^র অজস্র প্রতিভা দিয়েছেন, সেগুলোর সঠিক ব্যবহারের মধ্য দিয়ে খ্রিষ্টকে প্রচার করতে হবে। বিচক্ষণতা ও প্রজ্ঞা ব্যবহার করারও পরামর্শ দেন। ধর্ম ও সমাজের মধ্য সম্পর্কেও বিশ্লেষণ করে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে সবাইকে পরামর্শ দেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া ও সুপারভাইজরি কমিটির সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও। বিসিএর কর্মকর্তাদের মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক জেমস সুব্রত হাজরা, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও।
উল্লখ্য যে, ২০২০ সনে ৩০ সেপ্টেম্বর ভাটিকান ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও-এঁর দায়িত্ব থেকে অবসরের আবেদনপত্র গ্রহণ করে। একই সাথে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সিলেট ধর্মপ্রদেশের বিশপ বিজয় এন ডি’ক্রুশকে (ওএমআই) ঢাকার আর্চবিশপ হিসেবে ঘোষণা করা হয়।
আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি ২০১১ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর ঢাকা মহাধর্র্মপ্রদেশের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২০-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকেন। যেহেতু তাঁর বয়স ৭৫ বছর পূর্ণ হয়েছে, তাই তাঁকে অবসর নিতে হয়েছে।
বিশপ বিজয় এন ডি’ক্রুশ ১৯৫৬ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারির ৯ তারিখে ঢাকা জেলার পুরান তুইতাল জন্মগ্রহণ করেন। ১৯৮৭ খ্রিষ্টাব্দে ২০ ফেব্রুয়ারি তিনি যাজক পদে অভিষিক্ত হন। ২০০৫-২০১১ পর্যন্ত তিনি খুলনা ধর্মপ্রদেশের বিশপ হিসেবে প্রৈরিতিক সেবা দান করেন। পরে ২০১১-এর ৩০ সেপ্টেম্বর সিলেট নতুন ধর্মপ্রদেশ হিসেবে আত্মপ্রকাশের পর তিনি এর প্রথম বিশপ পদে নিযুক্ত হন। একই সাথে ২০২০-এর ১৫ আগস্ট থেকে তিনি ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশের (সিবিসিসি) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করতে থাকেন।