ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বাংলা : ১৯ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শুলপুরে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

শুলপুরে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
642

ডিসিনিউজ:
ঢাকা ক্রেডিটের সদস্য হয়ে সমিতির বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার আহ্বান জানান ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
তিনি আজ (৯ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানের শুলপুরে গির্জার হল রুমে ঢাকা ক্রেডিট আয়োজিত আঞ্চলিক শিক্ষা সেমিনারে কথাগুলো বলছিলেন।
তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প ও পোডাক্ট নিয়ে আলোচনাকালে আরো বলেন, ‘সঞ্চয় বিপদের বন্ধু। তাই আপনারা কোন কিছু কেনার আগে চিন্তা করবেন সেটা কেনার আসলে কতুটুক প্রয়োজন। অপ্রয়োজনীয় জিনিস না কিনে সেটা সঞ্চয় করুন যা বিপদের সময় বা প্রয়োজনের সময় কাজে লাগবে।’
তিনি উল্লেখ করেন, ইদানিং সমাজে সহজে ঋণ নিয়ে অনেকে ঋণ খেলাপি হচ্ছে যা কাম্য নয়। তাই জন্মদিন, প্রথম কম্যুনিয়ন, বিবাহ, জুবিলি এইসব সামাজিক অনুষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে খরচ না করে, পরিমিত খরচ করার আহ্বান।
ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও শুলপুর সেবাকেন্দ্রের আহ্বায়ক বাদল ফ্রান্সিস রড্রিক্সের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শুলপুর কাথলিক ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লিন্টু ফ্রান্সিস ডি’কস্তা, শুলপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান হেবল গমেজ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিও, ঢাকা ক্রেডিট ন্যায়-সত্য-সুন্দর দলের সেক্রেটারি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন ম্যানেজার নিপুন সাংমা, সিস্টার মেরী জয়ন্তী এসএমআরএ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, সজল পিরিছ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য ডমিনিক রঞ্জন গমেজ। তিনি বলেন, শুলপুরে সাড়ে তিন হাজার খ্রিষ্টভক্ত রয়েছেন, কিন্ত এখানে ঢাকা ক্রেডিটের সদস্য মাত্র ৫ শতজন। তাই আমি অনুরোধ করি, শুলপুরের মানুষ যারা এখনো ঢাকা ক্রেডিটের সদস্য হননি তারা সদস্য হয়ে ঢাকা ক্রেডিটের বিভিন্ন সেবা, সুযোগ সুবিধা গ্রহণ করবেন।
ফাদার লিন্টু ফ্রান্সিস ডি’কস্তা বলেন, ঢাকা ক্রেডিটের অগ্রগতিতে আমি খুবই খুশি। ঢাকা ক্রেডিট ছোট থেকে বড় হয়েছে। শুলপুরে আপনারা এসেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই।
হেমন্ত আই কোড়াইয়া তাঁর বক্তব্যে বলেন, ‘এক সময় একজন ফাদার ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন, এখন চার্চকে বিভিন্নভাবে ক্রেডিট ইউনিয়নগুলো আর্থিক সহযোগিতা করছে।’ প্রসঙ্গত, ফাদার চার্লস যোসেফ ইয়াং ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকা ক্রেডিটের পথ ধরে খ্রিষ্টান সমাজে আরো অনেক সমবায় সমিতি গড়ে উঠেছে। মি. কোড়াইয়া আরো বলেন, এই এলকায় জমির দাম বাড়ছে। অনুরোধ থাকবে জমি নিজ সম্প্রদায়ের মানুষ ও প্রতিষ্ঠানে বিক্রি করবেন।
মুক্তালোচনায় শুলপুরের জনগণ বলেন, তারা আরো বেশি মানুষ ঢাকা ক্রেডিটের সদস্য হবেন।
আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সুপারভাইজরি কমিটির সদস্য অঞ্জন বাড়ৈ, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, সিও জোনাস গমেজ ও সুদান গাইন।
ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রূপন পিউরীফিকেশন পরিশেষে ধন্যবাদ দেন।
অনুষ্ঠানে প্রায় পাঁচশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শেষে ছিলো জলযোগের ব্যবস্থা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ইন-চার্জ স্ট্যানিসলাস সোহেল রোজারিও।

[wp1s id=”10274″]