ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শুলপুর সেবাকেন্দ্রের নতুন অফিস উদ্বোধন

শুলপুর সেবাকেন্দ্রের নতুন অফিস উদ্বোধন

0
356

ডিসিনিউজ ।। মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শুলপুরে ঢাকা ক্রেডিটের নতুন সেবাকেন্দ্র অফিস উদ্বোধন করা হলো।

৩ সেপ্টেম্বর, বিকাল সাড়ে ৪টায় উদ্বোধন অুনষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেজারার পিটার রতন কোড়াইয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য অনিতা মাধবী গমেজ, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল কমিটির সদস্য জোনাস বটলেরু, শুলপুর ক্রেডিটের চেয়ারম্যান সজল জন পিরিচ, ভাইস-চেয়ারম্যান উল্লাস গমেজ, সেক্রেটারি বাপ্পী কস্তা, মুন্সিগঞ্জ ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বর নয়ন রোজারিও, চার্চ পালকীয় পরিষদের সদস্য শংকর রোজারিও, দীপক পিরিচ, আঠারোগ্রাম কো-অপারেটিভের লোন কমিটির সদস্য মনোজ গমেজসহ আরও অনেকে।

এ সময় অুনষ্ঠানের সভাপতি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘ঢাকা ক্রেডিটের শুলপুর সেবাকেন্দ্রের পুরাতন অফিস পরিবর্তন করে আপনাদের সুবিধার্থে আজ নতুন করে দুই রুমের অফিস উদ্বোধন করা হচ্ছে। আশা করি এতে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হবে। ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় হয়তো ঢাকা ক্রেডিট নিজস্ব সেবাকেন্দ্র ভবন নির্মাণ করবে এখানে।’

‘ঢাকা ক্রেডিট কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে সব সময়। আগামীতে আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এ ছাড়াও অন্যান্য সমিতির সাথেও ঢাকা ক্রেডিট কাজ করতে চায়। ঢাকা ক্রেডিট কোনো ক্রেডিটের প্রতিদ্বন্দ্বি নয়। বরং ঢাকা ক্রেডিট অন্যান্য সমিতিগুলোকে সহযোগিতা করে এগিয়ে নিতে চায়’ বলেন তিনি।

এ ছাড়াও অন্যান্য অতিথিরা ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। যেকোনো প্রয়োজনে তারা ঢাকা ক্রেডিটের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শুলপুর সেবাকেন্দ্রের জুনিয়র অফিসার (ইনচার্জ) জনি লিও রড্রিক্স, ট্রেইনি অফিসার উৎস পল রোজারিও ও ভলান্টিয়ার রিয়া খ্রীষ্টিনা গমেজ।

বক্তব্য শেষে অতিথিরা ফিতা কেটে অফিস ভবনের উদ্বোধন করেন।