ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ga_01 শেষ হলো ঢাকা ক্রেডিটের সেবাপক্ষ-২০১৮

শেষ হলো ঢাকা ক্রেডিটের সেবাপক্ষ-২০১৮

0
687

ঢাকা ক্রেডিটের সেবাপক্ষের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কৃত করাসহ পাঁচ ও ১০ বছর সেবা প্রদানকারীদের পুরস্কৃত করা হলো।

সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজের সভাপতিত্বে ১৮ জুন (সোমবার) ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে সন্ধ্যা সাড়ে ৭টায় পাঁচ বছর, দশ বছর সেবা দিয়েছেন এমন কর্মী এবং সেবাপক্ষে শ্রেষ্ঠ সেবা প্রদানকারীর মোট ২৮ জন কর্মীকে পুরস্কার প্রদান করা হয়। সদস্যদের যথাক্রমে পনের ও ২০টি মিলিওনিয়ার ডিপোজিট স্কীম একাউন্ট করিয়ে দেওয়ার জন্য দুজন কর্মীকেও পুরস্কার প্রদান করা হয়।

প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সেবা আমরা সারা বছর দিয়ে থাকি, কিন্তু ১৫ দিন একটু বেশি সেবা দিয়ে থাকি। ২০০৮ সালে সেবাপক্ষের সূচনা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জুন মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত সেবার মাধ্যমে ২৯৪ জন মিলেনিয়ার ডিপোজিট স্কিম একাউন্ট করে দেওয়ার বিষয়টি অনেক অনুপ্রেরণার। সদস্যদের, কর্মীদের ও প্রতিষ্ঠানের প্রকল্পের উন্নয়নের জন্য ক্ষুদ্র সঞ্চয়গুলোর গুরুত্ব অনেক বেশি বলে তিনি উল্লেখ করেন।

সেবাপক্ষের বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা তথা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। তিনি বলেন, সেবাপক্ষ হলো সেবার প্রদর্শনী। ১৫ দিনের সেবার মাধ্যমে সেবার যে প্রদর্শনী দেখানো হলো, তা সারা বছর চললে সত্যিকারের সেবা দেওয়া হবে। কর্মীদের বিরুদ্ধে সদস্যদের কোনো অভিযোগ আর শোনা যায় না বলে উল্লেখ করে তিনি বলেন, তার অর্থ সেবার মান বৃদ্ধি পেয়েছে। কর্মীদের মতো কর্মকর্তাদের মধ্যেও ১০ জনকে বেস্ট পারফরমার করা যেতে পারে এবং তাদের জন্যও পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। কর্মকর্তা ও কর্মীদের মিলে একটি শক্তিশালী টিমওয়ার্ক হতে পারে।

‘আমরা সেবা পেতে নয় সেবা প্রদান করতেই ঢাকা ক্রেডিটে এসেছি,’ বলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।

‘ঢাকা ক্রেডিটের সকল কর্মীর ভাল সেবা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ।

সিইও লিণ্টু খৃষ্টফার গমেজ সকল কর্মীকে সেবার মান আরো বৃদ্ধি করার আহ্বান জানান ও অনুপ্রেরণা দান করেন।

দশ বছর সেবা প্রদানের জন্য পুরস্কার প্রাপ্ত শিল্পী দেশাই বলেন, ‘স্বীকৃতি মানুষকে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়।’

বাবু মাকুর্জ গমেজের সভাপতিত্বে এই সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর পিটার গোমেজ, আনন্দ ফিলিপ পালমা, পাপিয়া বিবেরু, ক্রেডিট কমিটির চেয়াম্যান সলোমন আই. রোজারিও, সদস্য জেমস নিখিল দাস, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, ষ্টেলা হাজরা, পাপড়ি আরেংসহ আরো অনেকে।

যেসব কর্মী পাঁচ ও ১০ বছর সমিতিতে কার্যকাল সম্পন্ন করেছেন তারা হলেন সিনিয়র অফিসার (ইনচার্জ) শিল্পী আগ্নেশ ডি’ কস্তা, সিনিয়র অফিসার (ইনচার্জ) শিল্পী দেশাই, অফিসার দীনেশ চৌকিদার, অফিসার কেয়া রোজলীন গমেজ, অফিসার তেরেজা রুনু দেশাই, অফিসার মিতালী গমেজ, অফিসার মিতা মিলড্রেট পালমা, অফিসার রেভা রেবেকা গমেজ, অফিসার নিবেদিতা রিবেরু, অফিসার রোজলীন গমেজ (চিত্রা), সহকারী অফিসার লিজা কীর্ত্তনীয়া, সহকারী অফিসার রনি সিলভেষ্টার গমেজ, অফিস পিয়ন রুমা রোজারিও, অফিস পিয়ন এডুয়ার্ড এলেক্স কোড়াইয়া, অফিস পিয়ন হাইসন মান্দা, পিয়ন-কাম-ক্লিনার রিচার্ড পিউরীফিকেশন, পিয়ন-কাম-ক্লিনার ইসাহাক ঘাগ্রা, গার্ড রঞ্জিত কস্তা ও সহকারী অফিসার জেকসন রোজারিও।

যারা এই সেবা পক্ষে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কার পেয়েছেন তার হলেন, এম আই এস বিভাগের ট্রেইনী অফিসার ফাল্গুনী চাম্বুগং, লোন রিকোভারি বিভাগের অফিসার মৃদুল পিটার গমেজ, লোন ইনভেস্টিগেশন বিভাগের ট্রেইনী অফিসার বিক্রমনি ত্রিপুরা, একাউন্টস বিভাগের জুনিয়র অফিসার রিম্পা গ্লোরিয়া কস্তা, ফাইন্যান্স বিভাগের সহকারি অফিসার চম্পা মনিকা গমেজ, তুমিলিয়া সেবাকেন্দ্রের ট্রেইনী অফিসার বিকাশ থিউটিনিয়াস রোজারিও, নদ্দা সেবাকেন্দ্রের ট্রেইনী অফিসার খ্রীষ্টিনা ঘাগ্রা, মেম্বার’স কেয়ার বিভাগের জুনিয়র অফিসার মালসুমি লুসাই ডেইজী, মেম্বার’স এন্ড কাস্টমার’স সার্ভিস বিভাগের সহকারি অফিসার সাগরী রীতা রোজারিও, পাগাড় সেবাকেন্দ্রে ট্রেইনী অফিসার রোজি কস্তা, মনিপুরিপাড়া সেবাকেন্দ্রের ট্রেইনী অফিসার তনুকা মার্টিনা রোজারিও, মিরপুর সেবাকেন্দ্রের ট্রেইনী অফিসার সিলভিয়া তনুজা চাম্বুগং, হাসনাবাদ সেবাকেন্দ্রের জুনিয়র অফিসার জেমস্ আনজুস, সাভার সেবাকেন্দ্রের জুনিয়র অফিসার মিল্টন মন্ডল, জেনারেল সার্ভিস এন্ড মেইনটেনেন্স বিভাগের অফিসার বিনয় কস্তা ও সাধনাপড়া সেবাকেন্দ্রের পিয়ন-কাম-ক্লিনার ইস্হাক ঘাগ্রা।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে ছিল অতিথিদের আসন গ্রহণ, ক্রেডিট কমিটির সদস্য জেমস নিখিল দাসের প্রারম্ভিক প্রার্থনা, সভাপতির স্বাগত বক্তব্য, ৫ ও ১০ বছর যাবত কাজ করেছেন এমন কর্মীদের ্অ্যাওয়ার্ড হস্তান্তর, সেবাপক্ষে বেস্ট পারফরমারদের পুরস্কার বিতরণ, সমিতির ভাইস-প্রেসিডেন্ট কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন ও সর্বশেষে সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরার শেষ প্রার্থনা।

এইচআর/আরপি/আরআর/১৮জুন২০১৮