ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ga_01 শেষ হল দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮

শেষ হল দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮

0
1205

দড়িপাড়া ডন্ বস্কো কøাবের ২২তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হল পুরস্কার বিতরণের মাধ্যমে ১৭ জুন (রবিবার)।

দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১৭ জুন সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন বলেন, ‘যুবারা যদি শিক্ষা-সংস্কৃতিতে বেড়ে উঠতে না পারে, তাহলে আমাদের সমাজ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সাহায্যে সহযোগিতা কামনা করছি।’

‘পাঁচ দিনের এই প্রতিযোগিতা আয়োজন করতে অনেক শ্রম দিতে হয়েছে ডন্ বস্কো ক্লাবের সদস্যদের। এই আয়োজনের জন্য ক্লাবকে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে স্বাগত জানাই। যুবারা যদি শিক্ষা-সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে তাহলে তারা মাদকের করালগ্রাস থেকে কিছুটা হলেও রক্ষা পাবে,’ বলেন বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

আরেকজন বিশেষ অতিথি কালিগঞ্জ থানার ওসি আবু বক্কর মিয়া বলেন, ‘ক্রীড়া ও সংস্কৃতির চর্চা একটি বিশুদ্ধ বিনোদনের চর্চা, সকল সমাজে এই চর্চা আরো বেশি হোক এবং ডন্ বস্কো ক্লাব আরো সামানের দিকে এগিয়ে অগ্রসর হোক, এটাই কামনা করি।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, প্রত্যেকটি শিশুর প্রতিভা বিকাশ এবং সংস্কৃতি র্চচার জন্য এটি একটি সুন্দর উদ্যোগও আয়োজন।

ডন্ বস্কো ক্লাবের সভাপতি তন্ময় আই. গমেজ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি বাপ্পি ইম্মানুয়েল মন্ডল, ট্রেজারার জন গমেজ, ম্যানেজার রতন এইচ পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, দড়িপাড়া ক্রেডিটের চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, দড়িপাড়া ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান ডেনিস আলেকজান্ডার রোজারিও, ভাদুন ক্রেডিটের চেয়ারম্যান সুজয় পিউরীফিকেশন, দড়িপাড়া মিশন কেন্দ্রীয় যুব সংঘের সভাপতি এবং দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের প্রাক্তন সভাপতি সোহেল থিউটোনিয়াস রোজারিও, সাধারণ স¤পাদক আশীষ জে. কোড়াইয়াসহ প্রাক্তন সভাপতিবৃন্দ এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রতিযোগী, দড়িপাড়া গ্রামের অধিবাসী এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শকবৃন্দ।

শিশু-যুবাদের প্রতিভা বিকাশের জন্য একুশ বছর আগে ক্লাবের প্রেসিডেন্ট মিল্টন রোজারিওর উদ্যোগে শুরু হয় শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। কিন্তু বিগত চার বছর ধরে এই প্রতিযোগিতায় সাড়া বাংলাদেশের স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয়ের খ্রিস্টান ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করতে শুরু করেছে।

শিশু থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের মোট ২৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। পাঁচদিনব্যাপী এই অনুষ্ঠানের আবৃতি, অংকন, উপস্থিত বক্তৃতা, হাতের লেখা, গল্প বলা, তবলা বাদন, একক অভিনয়, ছড়া গান, রবীন্দ্র সংগীত, পল্লীগীতি, আধুনিক গান, যন্ত্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, নজরুল গীতি, লালন গীতি, উচ্চাঙ্গ সংগীত, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য ও ফ্যাশন শোতে প্রতিযোগীরা অংশ করে।

ডন্ বস্কো ক্লাবের সভাপতি তন্ময় আই গমেজ সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এইচআর/আরপি/আরআর/১৮জুন২০১৮