শিরোনাম :
শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বাদল ফ্রান্সিস রড্রিক্সকে
ডিসিনিউজ, মুন্সিগঞ্জ
চল্লিশা অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতা বাদল ফ্রান্সিস রড্রিক্সকে।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের শুলপুর ধর্মপল্লীর বাদল ফ্রান্সিস রড্রিক্স ৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। ১৪ ফেব্রুয়ারি ছিলো তাঁর চল্লিশা। এ উপলক্ষে শুলপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় বিশেষ খ্রিষ্টযাগ।
খ্রিষ্টযাগের শেষে স্মৃতিচারণ অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাদলদা ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজ সেবক। তাঁকে যেকোনো সময় ডেকে পেয়েছি। তিনি একজন আদর্শবান খ্রিষ্টভক্ত ছিলেন। সমাজ উন্নয়নে তাঁর অনেক ভূমিকা রয়েছে।’
বাদল রড্রিক্সের কর্মময় জীবনের প্রশংসা করেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া। স্মৃতিচারণে তিনি বলেন, ‘বাদলদা খুব আন্তরিক মানুষ ছিলেন। তিনি খ্রিষ্টান সমাজের মানুষের বিপদ হলে সাহায্য করতেন। তাঁকে হারিয়ে আমরা একজন বড় নেতাকে হারালাম। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শুলপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত লিন্টু ফ্রান্সিস ডি’কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও প্রয়াত বাদল ফ্রান্সিস রড্রিক্সের আত্মীয়-স্বজন।
চল্লিশা অনুষ্ঠানের আগে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রয়াত বাদল ফ্রান্সিস রড্রিক্সের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রয়াত বাদল ফ্রান্সিস রড্রিক্সের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন