ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রদ্ধা-ভালোবাসায় কবরে শায়িত হলেন সমবায়ী নেতা জন এফ রড্রিক্স

শ্রদ্ধা-ভালোবাসায় কবরে শায়িত হলেন সমবায়ী নেতা জন এফ রড্রিক্স

0
606

ডিসিনিউজ ॥ ঢাকা

সমবায়ী নেতা জন ফেবিয়ান রড্রিক্সের (৭৭) প্রতি গভীর শ্রদ্ধা-ভালোবাসা জানালেন সমবায়ী নেতা, তাঁর আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীরা। ২৩ অক্টোবর তিনি কিডনিজনিত রোগে মারা গেছেন।
৩০ অক্টোবর সকাল ৯টায় তাঁর মরদেহ আনা হয় তেজগাঁও গির্জায়। তাঁর মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা-ভালোবাসা জানান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, মনিং স্টার কো-অপারেটিভ ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলফন্স পংকজ গমেজ, সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা এমদাদ হোকেন মালেক প্রমুখ। গাজীপুরের নাগরী ধর্মপল্লীর সন্তান জন এফ রড্রিক্স ঢাকা ক্রেডিটের ম্যানেজার ও ডিরেক্টর হিসেবে নিষ্ঠার সাথে সেবা দিয়েছেন। তিনি কালবের চেয়ারম্যান, হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান, এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস (আকু) এর প্রেসিডেন্টসহ আরো অন্যান্য সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সেবা দিয়েছেন।
ঢাকা ক্রেডিটে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘জন এফ রড্রিক্সের নিবেদিত প্রাণ একজন সমবায়ী নেতা ছিলেন। সমবায় আন্দোলনে তাঁর বিশেষ অবদান রয়েছে। আমাদের উচিত তার আদর্শ অনুসরণ করা।’
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও প্রয়াত জন ফেবিয়ান রড্রিক্সের আত্মার চির শান্তি কামনা করেন। তিনি বলেন, ‘জন এফ রড্রিক্স আমাদের শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। খ্রিষ্টান সমাজ ও খ্রিষ্টান সমাজের বাইরেও তিনি অনেক অবদান রেখেছেন। আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাঁর আত্মার কল্যাণ কামনা করি। তিনি নিষ্ঠা ও সততার সাথে কাজ করে গেছেন। তাঁর আদর্শগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে সমাজের জন্য মঙ্গল হবে।

মৃত্যুকালে জন এফ রড্রিক্স রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী।
তেজগাঁও থেকে পরে তাঁর মর দেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের নাগরীতে।
অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর নাগরী ধর্মপল্লীর কবরে জন এফ রড্রিক্সে মর দেহ কবরস্থ করা হয়।