ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রীমঙ্গলে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভা

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভা

0
444

সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯ উপলক্ষে মৌলভীবাজার কাথলিক মিশন প্রাঙ্গণের নটরডেম জুনিয়র হাই স্কুল হলরুমে ২৫ আগস্ট পুনর্মিলনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মূলসুর ছিল ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণের এগিয়ে আসুন।’

বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পংকজ কন্ডের সভাপতিত্বে ও প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী রণধীর কুমার দেবের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন ফাদার যোসেফ গমেজ ওএমআই, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য বাবলী তালাং, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান পরিষদের সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ৭ নং রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় ব্যানার্জী, সনাক সভাপতি দীপেন্দ্র ভট্রাচার্য্য, সাধু যোসেফ গির্জার পাল-পুরোহিত নিকোলাস বাড়ৈ সিএসসি, নটর ডেম জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির ফাইন্যান্স সেক্রেটারী এনড্রো সলেমার, বৃহওর সিলেট বিভাগের মহাসচিব ফিলা পত্মী এবং প্রবীণ গারো নেতা ফেলিক্স আশাক্রা প্রমুখ।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উওোলন করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে মৌলভীবাজারে অবস্হিত গারো, খাসিয়া, কন্দ, ত্রিপুরা ও মুনিপুরী আদিবাসীগণ নিজেদের পরিচয় পরিচিতি তুলে ধরেন।