শিরোনাম :
শ্রীমঙ্গলে গারোদের মাতব্বর এসোসিয়েশন ও ওয়ানগালা কমিটি গঠন
শ্রীচুক গারো যুব সংগঠনের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রমিক সাধু যোসেফ কাথলিক মিশন প্রাঙ্গনে আজ ১ জুলাই (রবিবার) বেলা ১১ টায় মাতব্বর এসোসিয়েশন গঠন ও ওয়ানগালা কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
শ্রীচুক সংগঠনের সহ-সভাপতি মি.ইউলিশ চিসিম এর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার সাফল্য কামনা করে মূল আলোচনা বিষয়ে চলে আসে।
আশিষ দিও এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উপস্হিত সবার কাছে তুলে ধরেন। এই লক্ষ্যের মধ্যে দেখা যায় সংগঠনটি গারোদের বর্তমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সাংস্কৃতিক ঐতিহ্যগত নিয়ে কাজ করতে চেষ্টা করছে। যুবরা যে সমাজ জাতির প্রাণ এজন্য যুবদের উৎসাহ প্রেরণা দান করার আহব্বান প্রত্যাশা রাখেন।
এ সময় গারো মাতব্বর এসোসিয়েশন গঠন করা হয়। বিভিন্ন মাতব্বরসহ শিক্ষক ও যুব প্রতিনিধিগনকে নিয়ে এই মাতব্বর এসোসিয়েশন গঠন করা হয়। তবে এই মাতব্বর এসোসিয়েশনে কাটিখিস্ট শিক্ষকগন ও শ্রীচুক সঙ্গে সঙ্গে থাকবে। মাতব্বর এসোসিয়েশন গারোদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে এবং শ্রীচুক সংগঠনটিকে কাজের অনুপ্রেরণা সহায়ক দানকারী হিসেবে কাজ করবে।
আলোচনা সভায় উপস্হিতগণ বিভিন্ন বিষয় তুলে ধরেন। যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয় এবছর অবশ্যই শ্রীমঙ্গল উপজেলার বিলাসছড়াই ১০-১১ নভেম্বর গারোদের ঐতিহ্যগত অনুষ্ঠান ওয়ানগালা অনুষ্ঠিত হবে। উক্ত ওয়ানগালাটি নতুন মাতব্বর এসোসিয়েশন কমিটি ও শ্রীচুকের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
আলোচনা সভাটি শ্রীচুক সংগঠনের সভাপতি পার্থ হাজং এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল-পুরোহিত নিকোলাস বাড়ৈ সিএসসি, সহকারী ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি, মিনিতা চিছাম আরএনডিএম, বিভিন্ন গ্রামের মাতব্বর ও মাতব্বর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা এবং শ্রীচুক গারো যুব সংঠনের যুব প্রতিনিধিগণ।
আরবি. আরপি. ২ জুলাই ২০১৮