শিরোনাম :
শ্রীলংকার গির্জায় এবং নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল
শ্রীলংকার গির্জায় এবং নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় হত্যাকান্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এবং বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার, ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘরের সামনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই মানববন্ধন ও মিছিলে অংশ নেয়।
এ সময় জনতা শোক ও বেদনায় বাকরুদ্ধ হয়ে কালো ব্যাজ ও কালো কাপড়ে মুখ বেঁধে অংশগ্রহণকারীরা শ্রীলংকার গির্জায়, হোটেলে ও নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসীদের সংগঠিত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
সরেজমিনে দেখা যায়, মানববন্ধন ও মৌন মিছিলে বিভিন্ন শ্লোগানসম্বলিত ব্যানার ও প্লেকার্ড বহন করতে দেখা যায়। এতে লেখা ছিল: We protest and condemn recent terrorist attack and killing at Churches of Sri Lanka and Mosques of Newzealand, Down with National and International Terrorists, Stop killing, Stop genocide, Save humanity.
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত, অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড: নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, এড. তপন কুমার পাল, ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক এড. দীপংকর ঘোষ, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, যোসেফ ডি সরকার, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী সুপ্রিয়া ভট্টাচার্জী, সিসিলিয়া রোজারিও, সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি পংকজ সাহা, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস বল, সহ-সভাপতি বলরাম বাহাদুর, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মি. প্রদীপ সরকার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, উত্তরবঙ্গ আদিবাসী শাখার সভাপতি যতীন মারান্ডী প্রমুখ। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বিভিন্ন শাখা সংগঠন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা, ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি:, বাংলাদেশ ক্যাথলিক ষ্টুডেন্ট মুভমেন্ট (বিসিএসএম), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠন ও ভাওয়ান খ্রীষ্টান যুব সমিতির নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে এক যৌথ মিছিল বের হয় যা শাহবাগের মোড় হয়ে পুণরায় জাতীয় যাদুঘরের সামনে ফিরে আসে।
বাংলাদেশে খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন জেমস সুব্রত হাজরা, নিপুন সাংমা, যোসেফ সরকার, জন অরুনেম বাড়ৈ, ভিক্টর রে, শিশিলিয়া রোজারিও, স্বপন চৌধুরী, এন্ড্রু শিকদার, সেবাষ্টিন বাড়ৈ, মলয় নাথ, টমাস রোজারিও, প্রভাত পিটার
ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, আনন্দ ফিলিপ পালমা, আলবার্ট আশীষ বিশ্বাস, জন নীলু চাম্বুগং, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সুপারভাইজারি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংশা ও অন্তর মানখিন।