ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংখ্যালঘু সম্প্রদায়ের এমপিদের সংবর্ধনা প্রদান

সংখ্যালঘু সম্প্রদায়ের এমপিদের সংবর্ধনা প্রদান

0
324

সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ২০ জন এমপিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ জন এমপি।গতকাল বিকালে সিরডাপ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন খাদ্যমন্ত্রী সাধণ চন্দ্র মজুমদার,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,হুইপ পঞ্চানন বিশ্বাস, রমেশ চন্দ্র সেন, দীপঙ্কর তালুকদার,মানু মজুমদার,বীর বাহাদুর উ শৈ শিং, জুয়েল আরেং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, অসীম কুমার উকিল, পঙ্কজ দেবনাথ, রঞ্জিত কুমার রায়, মৃণাল কান্তি দাস, অ্যারোমা দত্ত, বাসন্তি চাকমা, ধীরেন্দ্র নাথ শম্ভু, জয়া সেনগুপ্তা, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মনোরঞ্জন শীল গোপাল, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ।

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের পক্ষে প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।