ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি: প্রেসক্লাবে সমাবেশ ও মিছিল

সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি: প্রেসক্লাবে সমাবেশ ও মিছিল

0
483

ডিসি নিউজ:

নিজস্ব প্রতিবেদক: সংখ্যালঘু সুরক্ষা আইন অনতিবিলম্বে প্রণয়নের দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ। রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সংখ্যালঘু সম্প্রদায় এক সমাবেশ ও মিছিলে এই দাবি জানায়।
৭ সেপ্টেম্বর, সকাল ১১টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষ ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংখ্যালঘুরা অংশ নেয়।
সমাবেশে সংখ্যালঘু নেতৃবৃন্দ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, ‘সংখ্যালঘু নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা থাকা সত্ত্বেও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা, তাদের বাড়ি-ঘর, দোকানপাট লুট, জমি জবর দখল, নারী অপহরণ ও নির্যাতন অব্যাহত রয়েছে। তা ছাড়া সাম্প্রতিক সময়ে ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু, গোবিন্দগঞ্জের সাঁওতালদের উপর পুনরায় হামলা-হয়রানী, পাহাড়ে-সমতলে অব্যাহত সাম্প্রদায়িক উস্কানী, পটুয়াখালীর কুয়াকাটায় সংখ্যালঘুদের ৮টি দোকানে লুটের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানাই।’
সমাবেশকারীরা আরো বলেন, দিন দিন সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে, যা উদ্বেগজনক। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কিছু দালাল রয়েছে, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু নিয়ে রাজনীতি করে ফায়দা লুটছে।
এ ছাড়াও অর্পিত সম্পত্তি প্রর্ত্যাপণ আইন বাস্তবায়নে প্রশাসনের গড়িমসি ও অনীহায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা জনমনে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ ব্যাপারে তারা আইনমন্ত্রী ও ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংখ্যালঘু নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অস্থিরতা সৃষ্টির জন্য দায়ীদের চিহ্নিত করার উপর জোর দাবি এবং পার্বত্যাঞ্চলে আত্মঘাতী সংঘর্ষ বন্ধে পাহাড়ী নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানান। তারা পার্বত্য শান্তিচুক্তির দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার দৃশ্যমানভাবে প্রতিফলনের মাধ্যমে পাহাড়ী জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা কাটানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
সমাবেশের সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সাধারণ সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়ার নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত হাজরা, সদস্য ভিক্টর রেসহ আরো অনেকে সমাবেশে অংশ নেয় এবং বক্তব্য রাখেন।

আরো পড়ুন:

মন্ডলীতে খ্রিষ্টভক্তদের সক্রিয় করার লক্ষে কর্মশালা

ঢাকা ক্রেডিটে ২০০ জনের চাকরির সুযোগ