ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংসদের সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের অনুরোধ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য...

সংসদের সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের অনুরোধ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের

0
719

ডিসিনিউজ ॥ ঢাকা

মহান জাতীয় সংসদের সকল অধিবেশনে সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

১৬ জানুয়ারি ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এই অনুরোধ করেন।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোড়াইয়া প্রমুখ।

রাণা দাশগুপ্ত তাঁর পঠিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সব ধর্মসম্প্রদায়ের আশা ভরসার স্থল বাংলাদেশ জাতীয় সংসদে বিরাজিত ধর্মীয় বৈষ্যম্যের অবসান হওয়া প্রয়োজন সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থে। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর থেকে জাতির জনকের পদাংক অনুসরণ করে সংসদ অধিবেশনের শুরুতে এবং প্রতিটি কার্যদিবসে সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের ব্যবস্থার জন্যে উদ্যোগী ভূমিকা গ্রহণের আবেদন জানাই।’

তিনি আরো বলেন, ‘পাশাপাশি একই সাথে মাননীয় স্পিকার ও সরকারের কাছে আবেদন জানাই, সব ধর্মাবলম্বী বিজ্ঞ সাংসদ বা বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক জ্ঞাপনের সময়েও নীরবতা পালনের পাশাপাশি স্ব স্ব সাংসদ এবং বিশিষ্ট জনদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার উদ্যোগ গ্রহণের জন্যে। আমরা আন্তরিকভাবে বিশ^াস করি, বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায়-এ এক মাইল ফলক হিসেবে কাজ করবে।’

তিনি উল্লেখ করেন যে প্রথম জাতীয় সংসদের মেয়াদ ছিল ১৯৭৩ থেকে ১৯৭৫ এবং এ মেয়াদে মোট ৮টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় অধিবেশন শুরুর প্রথম দিনে পবিত্র কোরন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, জাতীয় সংসদ সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। আধুনিক রাষ্ট্রে ধর্ম এবং রাষ্ট্র পৃথক থাকে। সকল ধর্মই সমমর্যাদার ভিত্তিতে পালিত হয়। সকল ধর্মকেই সুরক্ষা করা হয়। সুতরাং আমরা মনে করি, জাতীয় সংসদে সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠ করলে বর্হিবিশে^ বাংলাদেশের ভাবমূর্তী উজ্জ্বল হবে।’

ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আমরা একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। যে বাংলাদেশের জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন।’ তিনিও মহান জাতীয় সংসদের সকল অধিবেশনে সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস পাল ও ভিক্ষু সুনন্দ প্রিয়, বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, নারী নেত্রী মঞ্জু ধর, অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের লক্ষ্মীবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ভিক্টর রেসহ আরো অনেকে।