ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১২ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized সংস্কৃতি স্বর্গের পথ আর সংস্কৃতিহীনতা হলো নারকীয়, পর্দা উঠলো ৪৪-তম প্রতিভার অন্বেষনের

সংস্কৃতি স্বর্গের পথ আর সংস্কৃতিহীনতা হলো নারকীয়, পর্দা উঠলো ৪৪-তম প্রতিভার অন্বেষনের

0
231

ডিসিনিউজবিডি।। ঢাকা

‘শিক্ষা যেথা আলো, সংস্কৃতি সেথা সুর; প্রতিভার অন্বেষণে মিলুক হৃদয়ের দূর’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্দা উঠলো ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ আয়োজিত ৪৪-তম প্রতিভার অন্বেষণের।

২৯ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকার তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে প্রতিভার অন্বেষনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা আর্চ ডায়োসিসের বিশপ বিজয় এন ডি’ক্রুজ। সেই সাথে উপস্থিত ছিলেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড.বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, ফাদার জয়ন্ত এস. গমেজ, পাষ্টর ডেভিড বৈদ্য এবং ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘের কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।

প্রতিভার অন্বেষনের উদ্বোধন করতে গিয়ে আর্চবিশপ ক্রুজ বলেন, সংস্কৃতি স্বর্গের পথ আর সংস্কৃতিহীনতা হলো নারকীয়। সংস্কৃতির কোনো ধর্ম নেই।

তিনি বলেন, আমাদেরকে মূল্যবোধের সাথে সংস্কৃতির চর্চা করতে হবে। ভালো কাজ করতে গিয়ে চেষ্টা করলে হবে না, কাজ করতে হবে। চেষ্টা করবো হলো ফাঁকিবাজীর কথা। সংস্কৃতির আয়োজনের পাশাপাশি আমাদের একাডেমিক শিক্ষাকে স্বীকৃতি দিতে হবে।”

আয়োজকগণ বলেন, গতকাল পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি এই প্রতিযোগিতায় নিবন্ধন করেছে। তবে, যেকোনো প্রতিযোগিতার পূর্বে এসেও স্পট রেজিষ্ট্রেশনের সুবিধা থাকছে।

প্রতিভার অন্বেষণের উদ্বোধনের সময়ে সংগঠনটির বার্ষিক মূখপত্র অনল এর মোড়ক উন্বোচণ করেন অতিথিবৃন্দ।

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিভার অন্বেষণ চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি, ছড়াগান, দেশাত্মবোধক গান।

৩০ সেপ্টেম্বর গল্পবলা, ধারাবাহিক গল্পবলা, নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক বিতর্ক, যন্ত্রসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গান ও থাকবে বিশেষ আকর্ষণ।

১ অক্টোবর, একক অভিনয়, উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, দেয়াল পত্রিকা এবং স্ক্র্রাপবুক, ফটোগ্রাফি, লোকগীতি, দলীয় সঙ্গীত, গীটার সঙ্গীত, বিশেষ আকর্ষণ।

২ অক্টোবর, সাধারণ জ্ঞান, উচ্চাঙ্গ নৃত্য, সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, দলীয় নৃত্য ও বিশেষ আকর্ষণ।

৩ অক্টেবর, প্রতিযোগীতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও চ্যাম্পিয়নস্ নাইট অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় বেনেডিক্ট আলো বলেন, আমি অনেক কিছু পারি না কিন্তু তোমাদের দেখে হিংসে হয় যে, তোমরা অনেক কিছুই পারো। তোমাদের জন্য শুভকামনা রইল।

“গান-বাজনার দরকার আছে কিন্তু এর চাইতে বেশি প্রয়োজন মূল্যবোধের চর্চা করা, এটা হারালে আর কিছু থাকে না। তোমরা ভালো এবং মানবিক মানুষ হও।” বলেন তিনি

ফাদার জয়ন্ত গমেজ মনে করেন এই সংঘঠন শুধু ঢাকার বা তেজগাঁও এর নয়। তিনি বলেণ, “সারা দেশের শিক্ষার্থীদের এই সংগঠনের সাথে যুক্ত করে আয়োজন আরো বড় করতে পাললে ভালো।”

ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘের সভাপতি ম্যাক্সিলীন গমেজ প্রথমেই প্রাক্তণ কর্মকর্তা ডা. নেভেল ডি’ রোজারিও’কে স্মরণ করেন এবং বলেন, তিনি ছিলেন আমাদের আলোকবর্তিকা।

সভাপতি প্রতিভার উন্বেষ এবং আগামীদিনে ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।