ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সদস্যদের অংশগ্রহণে উদ্বোধন করা হলো ঢাকা ক্রেডিটের ৬৩তম বার্ষিক সাধারণ সভা

সদস্যদের অংশগ্রহণে উদ্বোধন করা হলো ঢাকা ক্রেডিটের ৬৩তম বার্ষিক সাধারণ সভা

0
182

ডিসিনিউজ ।। ঢাকা

হাজারো সদস্যের অংশগ্রহণে শুভ উদ্বোধন করা হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা।

১৯ জানুয়ারি, তেজগাঁও বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে ১০টায় সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জন মাইকেল গমেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। গেস্ট অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫-আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মোসা: নূর-ই-জান্নাত, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:’র চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, তেজগাঁও চার্চের ফাদার সুব্রত বি. গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাসসহ বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সতিমির নেতৃবৃন্দ এবং সদস্যগণ। শুরুতে অতিথিতের বরণ করে নিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ দিন সকালে কোরাম পূর্তি ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট সাধারণ সভার শুভ উদ্বোধন করেন। শুরুতে অতিথিতের বরণ করে নিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর বাইবেল পাঠ ও প্রার্থনা, মৃত সদস্যদের আত্মার কল্যাণে নিরবতা ও প্রার্থনা এবং সভাপতি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভা শুরু হয়।