ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সমবায়ী নেতা জন এফ রড্রিক্স আর নেই

সমবায়ী নেতা জন এফ রড্রিক্স আর নেই

0
736

ডিসিনিউজ || ঢাকা

সমবায়ী নেতা জন এফ রড্রিক্স আর নেই। তিনি আজ (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় তাঁর রামপুরার বাসা থেকে  হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভোগছিলেন।

নাগরী ধর্মপল্লীর সন্তান জন এফ রড্রিক্স ঢাকা ক্রেডিটের ম্যানেজার ও ডিরেক্টর হিসেবে নিষ্ঠার সাথে সেবা দিয়েছেন। তিনি কালবের চেয়ারম্যান, হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান, এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস (আকু) এর প্রেসিডেন্টসহ আরো অন্যান্য সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সেবা দিয়েছেন।

বিনয়ী ও সদালাপী জন এফ রড্রিক্স মনিং স্টার ক্রেডিটের সেক্রেটারিসহ বিভিন্ন সংঘ, সমিতিতে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন।

জন এফ রড্রিক্সের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা এক শোক বাণীতে বলেন, ‘সমবায়ী নেতা জন এফ রড্রিক্সের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।’

মৃত্যুকালে জন এফ রড্রিক্স  রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাংখী।