শিরোনাম :
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালন
ডিসিনিউজবিডি।।
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আগাওগাঁও’এ ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দ।
প্রতিবছরের ন্যায় এবারও ২ নভেম্বর, ঢাকার আগাওগাঁও এর সমবায় ভবনে দিবসটি যথাযজ্ঞ মর্যাদার সাথে পালিত হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ.হাসান আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অন্যান্য সমবায়ী নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম সারীর মধ্যে অন্যতম দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারী মাইকেল জন গমেজসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়, ঢাকা ক্রেডিটের কর্মী চম্পা মনিকা গমেজ পবিত্র বাইবেল থেকে পাঠ করেন।
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন অতিথিবর্গ।
স্বাগত বক্তব্যে প্রথমেই সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক শরিফুল ইসলাম বাংলাদেশের সমবায় সমিতির একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সারা দেশে এক লক্ষ ৮২ হাজার ৭১ টি সমবায় সংগঠন রয়েছে এবং এর সথে এক কোটি ২৪ লক্ষ ৩০ হাজার সমবায়ী যুক্ত রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ তার বক্তব্যে বলেন সমবেতভাবে একটি বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গঠনে সমবায় সমিতি ভূমিকা পালন করবে।
“আমরা সমবায়কে যুগোপযুগী করে গড়ে তুলার লক্ষে এর বর্তমান আইন ও বিধি পর্যবেক্ষণ করছি এবং আধুনিক সমবায় গঠনে যে সমস্ত জায়গায় সংস্কার প্রয়োজন সেগুলো দ্রæততার সাথে করবো।” বলেন উপদেষ্টা
সমবায়ের মূল চালিকা শক্তি হলো একতা, এক সাথে পথ চলা উল্লেখ করে উপদেষ্টা হাসান আরিফ বলেন, কিন্তু সমবায় সমিতি পরিচালনা পরিষদে যাওয়ার জন্য অনেক মামলা মোকদ্দমা হয় এবং এটা হলে তো আমাদের সমবায়ের মূল বিষয়ই ঠিক থাকলো না। আমাদের এগুলো আপসে মিমাংসা করতে হবে। কারণ, যখন এই মামলা হয় তখন মানুষ মনে করেন সমবায় আন্দোলন ব্যর্থ।
বিশেষ অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, আমরা বাংলাদেশে ৫৩ বছরে যা গড়েছি আমাদের সন্তানেরা তা মেনে নেয়নি…তাই আমরা সকলকে দিয়ে দেশ গড়বো নতুন করে।
“সমবায়ের মধ্যেদিয়ে যে কাজ হচ্ছে সেটা একটা অমূল্য কাজ। এর মধ্যেদিয়ে আমরা যৌথভাবে অনেক বড় কাজ করতে পারি। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিভাজনের পথ পরিহার করতে হবে। একজনই যদি নয় বছর দায়িত্ব নিয়ে বসে থাকে তাহলে তো এটাও একটা সৈরতান্ত্রীক শাসন ব্যবস্থা হয়ে গেল।” বলেন মুরশিদ
অনুষ্ঠানে ৭ টি ক্যাটাগরিতে ৭ টি সমবায় সমিতি এবং তিনজন সমবায়ীর মধ্যে জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।