ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ৩১ অক্টোবর ২০২৫
বাংলা : ১৬ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী সমবায় ভ্রাম্যমাণ...

সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ।

0
315

ডিসিনিউজ।। ঢাকা

১৩ মে ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে অনুষ্ঠিত মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত একদিনব্যাপী সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জোনাস গমেজ, তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাজ্জাক উল্লা পাটওয়ারীসহ সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক, জনসচেতনতামূলক বিষয়ের উপর বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক (প্রশাসন) নূর-ই-জান্নাত।
সমবায় সমিতির সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য হওয়ার যোগ্যতা, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা, ব্যবস্থাপনা কমিটির সদস্যপদের বিলুপ্তি, অপসারণ ও বহিস্কার সংক্রান্ত ধারণা বিষয়ে বক্তব্য রাখেন তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাজ্জাক উল্লা পাটওয়ারী।

এছাড়াও প্রশিক্ষণে বিষয়ভিত্তিক আলোচনা করেন কোতয়ালী মেট্রোপলিটান থানা সমবায় অফিসার জহিরুল আলম ভ‚ঞা, ঢাকা জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রোকেয়া বেগম ববি, তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মেহেদী হাসান ও মো: মাহে আলম প্রমুখ।

প্রশিক্ষণে ১২টি বিভিন্ন সমবায় সমিতি থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।