শিরোনাম :
সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের ঢাকা ক্রেডিটের বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা
ডিসিনিউজ ||ঢাকা
সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদেরকে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা জানান।
৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরের কার্যালয়ে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, ঢাকার বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এস. এম. তারিকুজ্জামান, সমবায় অধিদপ্তরের সমবায় সমিতি ব্যবস্থাপনার অতিরিক্ত নিবন্ধক জনাব মো: খোরশেদ আলম, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) জনাব আহসান কবির ও সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মোছা: নূর-ই-জান্নাতসহ আরো অনেকে।

শুরুতে ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও ঢাকা ক্রেডিটের কর্মকর্তা ও কর্মীদের পরিচয় করিয়ে দেন।
ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার পক্ষে উপস্থিত সকলকে বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা সমবায় অধিদপ্তরের আকন্ঠ সমর্থন পাচ্ছি তাই এখানকার কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন যে সমবায় অধিদপ্তরের সহযোগিতায় করোনা মহামারি থাকাবস্থায়ও তাঁরা তাঁদের সমিতির কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পেরেছেন। আগামী বছর বিশ্ব হবে করোনা মুক্ত- তিনি এই প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ বড়দিন উপলক্ষে সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে একটি কেক কাটেন। সমবায় অধিদপ্তরের কর্মকর্তাগণ ঢাকা ক্রেডিটের কর্মকান্ডের প্রশংসা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) জনাব আহসান কবির বলেন, ‘ঢাকা ক্রেডিট অনেক বড়ো সমবায় সমিতি। বেশ কয়েকবার এই সমিতি তাঁদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছে। আশা করি তাঁদের সমাজ উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও অব্যহত থাকবে।’

ঢাকার বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এস. এম. তারিকুজ্জামান ঢাকা ক্রেডিটের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ঢাকা ক্রেডিট অনেক সম্ভাবনাময় একটি সমবায় সমিতি। এই সমিতিতে অনেক মানুষ লেনদেন করে, অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়। মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এই সমিতি একটি হাসপাতালও তৈরি করছে। আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা ক্রেডিটের পাশে আছি।’
তিনি ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের তাঁদেরকে বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ প্রদান করেন।

































































