ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১২ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক কর্তৃক ডিভাইন মার্সি হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল...

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক কর্তৃক ডিভাইন মার্সি হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শন।

0
567

ডিসিনিউজবিডি।।ঢাকা

বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল এবং প্রস্তাবিত ডিভাইন মার্সি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।

১০ সেপ্টেম্বর, বিকেলে মুনিমা হাফিজ মঠবাড়িতে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এই সময়ে ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাঁকে হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ ঘুরে দেখান।

এই সময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার, ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো: কামরুজ্জামান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক নূর ই জান্নাত, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ, হাসপাতালের সিইও ডা. আহমেদ শফিকুল হায়দার, এডমিন ডিরেক্টর রঞ্জন ফ্রান্সিস রোজারিও, ফ্রাইন্যান্স ডিরেক্টর শীরেন সিলভেস্টার গমেজসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে সমবায় অধিদপ্তরের কর্মকর্তাগণ এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।


ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘ সমবায়ের মাধ্যমে অনেক কিছু করার সুযোগ রয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমাদের মূল লক্ষ্য। তারই দৃশ্যমান প্রমাণ স্বরূপ আমরা এই হাসপাতালটি করতে পেরেছি। আপনাদের সহযোগীতায় আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন।’


সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ তাঁর বক্তব্যে বলেন, ‘ ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি হাসপাতালের সার্বিক কার্যক্রম দেখে আমি অভিভূত। এই হাসপাতাল আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেয়ার জন্য নির্মীত হয়েছে। ইহা একটি ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত। আমার বিশ্বাস এই হাসপাতালে একদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসবেন। ডিভাইন মার্সি হাসপাতালের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।’


ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে আমাদের দেশে অনেকেই যে আর্থিক অনটনের শিকার হয়, সেই চিন্তা থেকে আমাদের এই হাসপাতাল প্রতিষ্ঠা করা। আমাদের এই হাসপাতাল সমবায়ীদের প্রথম হাসপাতাল। আমাদের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ২০১৪ সালে স্বাস্থ্যসেবা প্রকল্প চালু করি, যার মাধ্যমে সদস্যগণ প্রতি মাসে ৫০ টাকা করে জমা দিয়ে কোনো হাসপাতালে চিকিৎসা সেবা নিলে ৫০ হাজার টাকা আমরা স্বাস্থ্যসেবা প্রকল্পের বিপরীতে প্রদান করে থাকি যাতে করে চিকিৎসা সেবা নিতে গেলে অধিকাংশ মানুষের সঞ্চয় যেনো শেষ হয়ে না যায়। আজকের দিনে আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতার জন্য আমরা কোথাও বাধাগ্রস্থ হই নাই।’

হাসপাতালের সিইও আহমেদ শফিকুল হায়দার হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সেবা, সম্ভাবনা, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেলে ব্যবহৃত যন্ত্রপাতি সহ বিভিন্ন বিষয়ে নিয়ে অবহিত করেন।