ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১২ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক সমবায় অধিদপ্তরে আন্তর্জাতিক সমবায় দিবস পালন

সমবায় অধিদপ্তরে আন্তর্জাতিক সমবায় দিবস পালন

0
2576

ডিসিনিউজবিডি।। ঢাকা

বিভিন্ন সমবায় সমিতির অংশ্রগ্রহণে রাজধানী আগারগাঁও এর সমবায় অধিদপ্তরে ১০৩-তম আন্তর্জাতিক সমবায় দিবস পালন করেছে বাংলাদেশ সরকার।

৫ জুলাই, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সমবায় দিবস পালন করেছে সমবায় অধিদপ্তর। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কবুতর অবমুক্তকর, আলোচনার সভার মধ্যে দিয়ে পালিত হয় দিবসটি।

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়েনের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবীর ও বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ কাজী মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সেক্রেটারী মাইকেল জন গমেজ, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:, এর চেয়ারম্যান টুটুল পিটার রড্রিগস, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারী হেনরী পেপিলন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজসহ বিভিন্ন সমবায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুনিমা হাফিজ বলেন, বিশ^ব্যাপী সমবায় আন্দোলন আজ আর প্রান্তিক কোনো ধারণা নয়, এটি এখন একটি বিকল্প অর্থনৈতিক দর্শন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সারাসরি ভুমিকা রাখছে।

“সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমবায়কে কৌশল হিসেবে গ্রহণে কার্যকর ভুমিকা রাখতে হবে।” বলেন প্রধান অতিথি

সমবায় সমিতির পক্ষে অনুষ্টানে কথা বলেন কাককো লি:, এর চেয়ারম্যান টুটুল রড্রিগস। তিনি বাংলাদেশে অর্থনীতিতে সমবায়ের ভুমিকা, বর্তামানে সমবায়ের চ্যালেঞ্জ, আগামীর নেতৃত্ব্, সমবায়ের সঠিক পরিচালনা নিয়ে কথা বলেন।

“সমবায়ের মধে ঋণ খেলাপী, প্রফেশনালের অভাব, নেতৃত্বেও অভাব, সঠিক পরিকল্পনার অভাব এবং সমবায়ের উপর কোম্পানী আইন প্রয়োগ বর্তমানে সমবায়লে প্রধান প্রধান চ্যালেঞ্জ।” বলেন রড্রিগস