শিরোনাম :
সমবার্তার জন্য লেখা আহ্বান করা হচ্ছে: দেওয়া হবে সম্মানী
সুপ্রিয় লেখক ও পাঠক,
ঢাকা ক্রেডিটের মুখপত্র ‘সমবার্তা’র পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। সমবার্তা পূর্বের তুলনায় আরো বেশি সৃজনশীল, দৃষ্টি নন্দন ও তথ্যবহুল পত্রিকা করার লক্ষে আপনাদের নিকট থেকে লেখা আহ্বান করছি। আপনাদের স্বরচিত সুচিন্তিত প্রবন্ধ, গল্প, কবিতা, স্মৃতি কথা, ভ্রমণ, ফিচারসহ বিভিন্ন চিন্তামূলক লেখা আমাদের পাঠাতে পারেন। সেই সাথে নির্বাচিত লেখার জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। আপনাদের পাঠানো নির্বাচিত সেরা লেখাগুলো প্রকাশ করা হবে এবং সম্মানী প্রদান করা হবে। আগামী সংখ্যার জন্য আপনি লিখতে পারেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সমবায়, সঞ্চয়, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, গল্প, কবিতা, ফিচার, নারীদের ওপর লেখা, ছোটদের আসরের জন্য লেখা।
আপনাদের পাঠানো সেরা লেখাগুলো দিয়েই আমরা সমবার্তা সাজিয়ে পাঠকদের দোড়গোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আজই আপনার সেরা লেখাটি পাঠান।
লেখা পাঠানোর সময় খামের উপর বিষয়বস্তু, আপনার ঠিকানা এবং ফোন নম্বর লিখতে ভুলবেন না। ইমেলে লেখা পাঠানোর সময় সাবজেক্ট লাইনে বিষয়বস্তু উল্লেখ করুন। লেখা পাঠাতে হবে SutonnyMJ ফন্টে। হাতে লেখার ক্ষেত্রে পরিষ্কার সাদা কাগজের এক একপাশে পরিষ্কার অক্ষরে লিখুন। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ।
লেখা পাঠানোর ঠিকানা:
সম্পাদক
সমবার্তা
১৭৩/১/এ, পূর্ব তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ইমেল: editor@dcnewsbd.com
ফোন: ০১৩০৩১০৮৮৮০, ০১৭০৯৯৯৩০৬৬