শিরোনাম :
সমাহিত হলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট গাব্রিয়েল রোজারিও
ডিসিনিউজ ।। ঢাকা
আজ বিকাল ৪টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট গাব্রিয়েল রোজারিও’র অন্ত্যষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় এবং এরপর তাকে তেজগাঁও কবরস্থানে সমাহিত করা হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই।
এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ আরো অনেকে উপস্থিত থেকে মৃতের বিদেহী আত্মার কল্যাণ কামনা করে এবং তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
গাব্রিয়েল রোজারিও ২০০৫ থেকে ২০০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার, মাউসাইদ ধর্মপল্লীর রাজাবাড়ী গ্রামে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন । তিনি ৮ সেপ্টেম্বর, আনুমানিক বেলা ৩টায় বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।