শিরোনাম :
সম্মিলিত চার্চ পরিষদ, সিবিসিবি, বিসিএ ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবী করেছে
ডিসিনিউজবিডি।। ঢাকা
সম্মিলিত চার্চ পরিষদ, বাংলাদেশ কাথলিক বিশপ সিম্মিলনী ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পৃথকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খ্রিষ্টানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবী জানিয়েছে।
১৭ অক্টোবর, বাংলাদেশ সম্মিলিত চার্চ পরিষদের প্রেসিডেন্ট ও ঢাকার আর্চবিশপ বিজয় এনডি’ক্রুজ স্বাক্ষরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বরারব এই দাবী জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়াকে স্বাগত জানিয়ে আবেদনে আর্চবিশপ বিজয় বলেন, ইস্টার সানডে দিনটিকে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা যীশুখ্রীষ্টের মৃত্যুকে জয় করার দিন হিসেবে পালন করে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।
“দুর্ভাগ্যবশত এই দিনটি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য তাৎপর্যপূর্ণ হলেও বিগত সরকারের কাছে বারংবার আবেদন করার পরেও সরকারি ছুটি দেয়নি। যার ফলে অনেক খ্রিষ্টধর্মীয় লোকেরা ইস্টার সানডে পালন করতে পারেন না। এমনটি অনেক সরকারি নিয়োগ এবং শিক্ষার্থীদের পরীক্ষা এই দিনটিতে অনুষ্ঠিত হওয়ায় খ্রিষ্টান পরীক্ষার্থীরা ধর্মীয় তাৎপর্যপূর্ণ দিবসটিকে পালন করতে পারে না।” আবেদনে বলেন আর্চবিশপ
সংখ্যায় ছোট হলেও বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নখাতে খ্রিষ্টানদের ব্যাপক অবদান রয়েছে উল্লেখ করে পত্রে অন্তর্বর্তী সরকারের নিকট ইস্টার সানডের দিন ছুটির আবেদন জানান আর্চবিশপ বিজয় এনডি’ ক্রুজ।
একই দিনে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর পক্ষ থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান মহাপর্ব উপলক্ষে ছুটির জন্য অন্তর্বর্ন্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এর নিকট আবেদন করেন সিবিসিবি এর সহ-সভাপতি বিশপ জের্ভাস রোজারিও।
আবেদনে বিশপ রোজারিও উল্লেখ করেন, আগামী বছরের ইদুল আজহা ও ইদুল ফিতর উপলক্ষে সরকারী ছুটি পাঁচদিন ও দুর্গা পূজার ছুটি তিনদিন করার প্রস্তাব থাকলেও খ্রিস্টধর্মাবলম্বীদের ইস্টার সানডের ছুটির কোনো উল্লেখ নেই।
“পূর্ববর্তী সরকারগুলির কাছে অনেকবার আবেদন করেও এই বিষয়ে আমরা খ্রিস্টধর্মাবলম্বীরা বঞ্চিত হয়েছি। আপনার নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা স্বাভাবিকভাবেই আশা করব যে খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধানতম এই ধর্মীয় উৎসবটি সরকারী ছুটি হিসেবে গণ্য করা হবে।” আবেদনে বিশপ জের্ভাস উল্লেখ করেন।
একই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবী করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশ (বিসিএ) এর দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিসিএ এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ২০২৫ সালে ঈদের ছুটি ৫দিন এবং দুর্গাপূজার ছুটি দুইদিন করার চিন্তা করছে সরকার এবং এই চিন্তাকে বিসিএ স্বাগত জানিয়ে এর পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবী ইস্টার সানডে উপলক্ষে ১ দিনের সরকারি ছুটি ঘোষনার জোর দাবি জানান।
খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সুবিবেচনা করে খ্রিষ্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের এ প্রত্যাশা পূরণ করবেন।