শিরোনাম :
সরকারের নির্বাহী আদেশে দুর্গা পূজার ছুটি চার দিন
ডিসিনিউজবিডি।। ঢাকা
সরকারের নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবা দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় এবছর পূজায় ছুটি হচ্ছে সর্বমোট চার দিন।
বৃহঃষ্পতিবার নির্বাহী আদেশে ছুটি, শুক্র-শনি সরকারি ছুটি এবং রবিবার দূর্গা পূজা উপলক্ষে ছুটি থাকায় টানা চার দিনের পাচ্ছে চাকুরজীবিরা।
৮ অক্টোবর, প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিৎ করা হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাহফুজ আলম বলেন, এই ছুটির বিষয়ে আজকের সধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ নিরাপত্তাহীনতার নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রন্ত পরিবারগুলোগুকে অতিদ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে।
আজ সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা রাজধানীর ধাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে মাহফুজ আলম একথা জানান।