শিরোনাম :
সাতক্ষীরায় আমের বাম্পার ফলন: ২০০ টন রপ্তানি ইউরোপে
মিষ্টি আমে ভরে গেছে সাতক্ষীরা হাট বাজার।
প্রশাসনিক আদেশের পর গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগরসহ নানা জাতের আম বাজারজাত শুরু করেছে ব্যবসায়ীরা। সাতক্ষীরার হিমসাগর আম এ বছর রপ্তানি হবে ইউরোপ ও আমেরিকার বাজারে।
তীব্র দাবাদাহের কারণে এ বছর সাতক্ষীরা জেলার আম আগে থেকেই পরিপক্ক হয়ে পাঁকতে শুরু করেছে। ১২ মে সাতক্ষীরা জেলা প্রশাসনের আদেশের পর আম ব্যাপকভাবে বাজারজাত শুরু হয়েছে। জেলা শহরের বড় বাজার, তালা, পাটকেলঘাটা, নলতাসহ গ্রাম অঞ্চলের হাট বাজারগুলো আমে ভরে গেছে।
সাতক্ষীরা বড় বাজারের আম ব্যবসায়ী ইদ্রিস মোড়ল বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা সাতক্ষীরার বিভিন্ন হাট-বাজারে অবস্থান করছেন। প্লাস্টিক ক্যারটে এসব আম প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে দেশি আম প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৩০-৩৫ টাকায়। হিমসাগর বিক্রয় হচ্ছে ৫৫-৬০ টাকা প্রতি কেজি।’
সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ^াস বলেন, ‘সাতক্ষীরায় এবার আমের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে আম বাজারজাতকরণ শুরু হয়েছে। এ বছর সাতক্ষীরা থেকে হিমসাগর, ল্যাংড়া ইউরোপে রপ্তানির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০০ টন। এর কারণে জেলার ১৪ হাজার ৪৫১টি হিমসাগর ও ল্যাংড়া আমগাছ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।’
তিনি জানান, ‘অপরিপক্ক আম ভাঙ্গা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের বিশেষভাবে বলা হয়েছে। তাছাড়া আমে কোনো প্রকার ক্যামিকেল মিশ্রন না করার জন্যও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’