শিরোনাম :
সাতক্ষীরা আশাশুনিতে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন
সাতক্ষীরার আশাশুনিতে পালন করা হলো আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস।
বুধবার (২১ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল গ্রামের কাথলিক গির্জার মাঠে পালন করা এই দিবস। অনুষ্ঠানটি আয়োজন করে কারিতাস আইসিডিপি ঋষি প্রকল্প।
এ দিন শতাধিক ঋষি সম্প্রদায়ের জনগণের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালি শেষে ঋষি ও ক্ষুদ্র নৃগোষ্ঠির অধিকার, সুরক্ষা ও জীবনমান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিউস হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম মোল্লা। তাছাড়া আরো
আলোচনা সভায় বক্তারা ঋষি ও দলিত সম্প্রদায়ের বর্ণবৈষম্য দূর করতে, তাদের শিক্ষত হয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
আরবি.আরপি.২২ মার্চ, ২০১৮