শিরোনাম :
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ টি-টোয়েনটি ক্রিকেট টুর্ণামেন্ট: সদর উপজেলা চ্যাম্পিয়ান
সাক্ষীরায় প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও জেলা ক্রীয়া সংস্থার তত্ত্বাবধানে সাতক্ষীরা সরসকারি কলেজ মাঠে জেলা প্রশাসক এসএম কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরুষ্কার বিতরন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিয়াঙ্গনে সাতক্ষীরা জেলা সব দিক দিয়ে এগিয়ে। অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীর আশ্রয় নেই। ক্রিয়াঙ্গনে জেলার সুনাম ধরে রাখতে সন্ত্রাস বাদ দিয়ে খেলার মাধ্যমে আমাদের আরো বেশি উজ্জীবিত হতে হবে।’
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম অফজাল হোসেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ আরো অনেকে।
প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনালে অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা দল ও সাতক্ষীরা পৌরসভা দল। খেলায় পৌরসভা নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে খেলতে নেমে সদর উপজেলার দল ১৭ অভার ১ বল খেলে ১৪৯ রান সংগ্রহ করে প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকের্ট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়।