ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাধু পিতর সেমিনারিতে লাউদাতো সি গার্ডেন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সাধু পিতর সেমিনারিতে লাউদাতো সি গার্ডেন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

0
556

লর্ড এম রোজারিও, রাজশাহী।।

পোপ ফ্রান্সিস কর্তৃক লাউদাতো সি প্রৈরিত্রিক পত্রের শিক্ষার আলোকে রাজশাহীতে সাধু পিতর সেমিনারিতে লাউদাতো সি গার্ডেন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা পালন করা আমাদের দায়িত্ব, বলেন বিশপ

“আমরা গাছপালা লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে পারি তাই গাছ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই আজ একটি করে গাছ লাগাবে এবং নিজের নাম লিখে রাখবে যেন ভবিষ্যতে বলতে পার যে তোমার গাছ ভালো ফলন দিয়েছে” গত ১৬ জুন সাধু পিতর সেমিনারিতে লাউদাতো সি গার্ডেন উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচীতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও একথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, উন্নয়ন প্রশাশক কর্মকর্তা ফাদার উইলিয়াম মুর্মু,ফাদার লিটন, সেমিনারি পরিচালক ও রাজশাহী ধর্মপ্রদেশীয়  ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার বিশ্বনাথ মারান্ডী , আধ্যাত্মিক পরিচালক ও সেমিনারিয়ানগণ। অনুষ্ঠানের শুরুতে সেমিনারি প্রাঙ্গনে লাউদাতো সি সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন প্রজাতির আম ও লেবুর চারারোপণ করেন বিশপ, ফাদার ও সেমিনারিয়ানগণ। পরে বিশপ ও ফাদারগণ লাউদাতো সি গার্ডেন এর ফলক উন্মোচন করেন।

পরিশেষে সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।