ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০১ নভেম্বর ২০২৫
বাংলা : ১৭ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাধু পিতর সেমিনারির জুবিলী ক্রুশ ও সাধু পিতরের প্রতিকৃতি উদ্ভোধন

সাধু পিতর সেমিনারির জুবিলী ক্রুশ ও সাধু পিতরের প্রতিকৃতি উদ্ভোধন

0
474

লর্ড রোজারিও, রাজশাহী


“আমাদের প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এ বছরকে খ্রিষ্ট জন্মজয়ন্তী বা জুবিলী বছর হিসেবে ঘোষণা করেছেন এবং তারই দেওয়া মূলসুর নিয়ে আমরা ধ্যান করছি।এ ক্রুশের মধ্য দিয়ে আসে মুক্তি ও শান্তি তাই প্রতিনিয়তই আমাদের এ ক্রুশের কাছে ফিরে আসতে হয়,” ৩০ এপ্রিল, সাধু পিতর সেমিনারির জুবিলী ক্রুশ ও সাধু পিতরের প্রতিকৃতি উদ্ভোধন অনুষ্ঠানে এ কথা বলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

বিশপ বলেন, একজন সেমিনারিয়ান হিসেবে দায়িত্ব এই ক্রুশের কাছে আসা এবং নিজেকে সমর্পণ করা। আশার তীর্থযাত্রী শুধু আশা করলে হবে না, আশানুরূপ কাজও করতে হবে।

উক্ত জুবিলী ক্রুশ ও সাধু পিতরের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মু, মুশরইল ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, অন্যান্য ফাদার, সিস্টার ও সেমিনারিয়ানগণ। অনুষ্ঠানের শুরুতে জুবিলী ক্রুশ উদ্বোধন, ক্রুশ অর্চনা, ধূপারতি করা হয় এবং পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় পবিত্র জল সিঞ্চন করে সবকিছু আশীর্বাদ করেন।

পরে ফাদার বিশ্বনাথ মারান্ডী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,” আমি পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে ধন্যবাদ জানাই তার উপস্থিত ও সম্মতি জ্ঞাপনের জন্য। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি অস্ট্রিয়ার সেসকল উপকারী বন্ধুগণকে যাদের উদারতার কারণেই আজকে এ সুন্দর ক্রুশ ও প্রতিকৃতি আমরা উপহার পেয়েছি। আপনাদের সকলের উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। “