শিরোনাম :
সাভারে অনুষ্ঠিত হয়েছে ইন্টার চার্চ ইয়ূথ কানেক্টিং ফেষ্টিবল-২০২৫
ডিসিনিউজবিডি।।
‘এক বিশ্বাস, এক আশা, এক যুবক: আলোকিত করার জন্য শক্তিশালী’ মুলসূর নিয়ে সাভার ওয়াইএমসিএ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইন্টার চার্চ ইয়ূথ কানেক্টিং ফেষ্টিবল-২০২৫।
২৭ জুন, সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হওয়া ইন্টার চার্চ ইয়ূথ কানেক্টিং ফেষ্টিবল-২০২৫ এর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহŸায়ক কর্ণেলিয়াস সোহেল গমেজ। এর পরে ভিডিও বার্তা রাখেন ন্যাশনাল ওয়াইএমসিএ এর প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ, এশিয়া ও এশিয়া এলায়েন্স অব ওয়াইএমসিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ যুবকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, বিশ্বাস এবং সামাজিক দ্বায়বদ্ধতা নিয়ে কথা বলেন হলিক্রস সিষ্টান রুনা ম্রং।

এছাড়াও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর সেক্রেটারি মাইকেল জন গমেজ যুবদের উদ্দেশ্যে অনুপ্রেরাণা মূলক ও লিডারশীপ বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের যুবদের সাথে উপস্থিত ছিলেন সাভার ওয়াইএমসিএ এ সভাপতি চয়ন লরেন্স রোজারিও, সহ-সভাপতি শেখর গিলবার্ট পিউরীফিকেশন, কোষাধ্যক্ষ রনেল ফ্রান্সিস কস্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

































































