শিরোনাম :
সাভারে নির্মল রোজারিও কমপ্লেক্স ও প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টার উদ্বোধন
ডিসিনিউজ ॥ ঢাকা
সাভারের পূর্ব রাজাশনে নির্মল রোজারিও কমপ্লেক্স ও প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের বিদায়ী প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। তাঁর সাথে ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রদীপ স্ট্যানলী গমেজের মা মেরী গমেজ, ধরেন্ডা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার কাকন লুক কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তাসহ সমিতির সদস্য ও কর্তকর্তাগণ।
অনুষ্ঠানে
বিদায়ী প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিটে যাঁরা নিঃস্বার্থভাবে সেবা দিয়েছেন, তাঁদের সম্মান জানানোর জন্য আমরা বিভিন্ন ভবনের নাম তাঁদের নামে নামকরণ করেছি এবং উৎসর্গ করেছি। নির্মল রোজারিও এবং প্রদীপ স্ট্যানলী গমেজও ঢাকা ক্রেডিটে অনেক অবদান রেখেছেন। তাই তাঁদের নামে কমপ্লেক্স ও কমিউনিটি সেন্টার
উদ্বোধন করা হয়েছে।’
নির্মল রোজারিওর অবদানের বিষয়ে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট আরো বলেন, ‘নির্মল রোজারিও ঢাকা ক্রেডিটের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তিনি ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা করেছেন। বিভিন্ন প্রকল্প ঢাকা ক্রেডিটে নতুনভাবে শুরু করেছেন। ঢাকা ক্রেডিটের অগ্রযাত্রায় নির্মল রোজারিওর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে তাঁর স্ত্রী শিউলী রোজারিওসহ তাঁর সন্তানদের কৃতজ্ঞতা জানাই, কারণ তাঁদের সহযোগিতার কারণেই নির্মল রোজারিও সমাজ কর্ম করতে পারছেন।’
প্রদীপ স্ট্যানলী গমেজের ঢাকা ক্রেডিটে অবদানের বিষয়ে বাবু মার্কুজ গমেজ বলেন, ‘তিনি ঢাকা ক্রেডিটে ম্যানেজার থাকা অবস্থায় ঢাকা ক্রেডিটের একাউন্স সুশৃঙ্খল ও আপডেট করেছিন।
‘আমরা প্রার্থনা করি, আমরা যেন সমাজে আরো বেশি নির্মল রোজারিও এবং প্রদীপ স্ট্যানলী গমেজের মতো মানুষ আসুক,’ যোগ করে বলেন তিনি।
নিজের নামে সাভারে কমপ্লেক্স করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান নির্মল রোজারিও। তিনি বলেন, আমি বিভিন্ন মানুষের সহযোগিতা পাওয়ার জন্য আজকের ‘নির্মল রোজারিও’ হতে পেরেছি। আমার জীবনে যাঁদের অবদান ছিলো তাঁদের কৃতজ্ঞতা জানাই।
[wp1s id=”10928″]
তিনি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের প্রশংসা করে বলেন, ‘ঢাকা ক্রেডিটকে এক অতি উচ্চ মাত্রায় নিয়ে গেছেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। তিনি ঢাকা ক্রেডিটের সুযোগ্য প্রেসিডেন্ট হিসেবে সেবা দিয়েছেন। তিনি দেশে প্রথম সমবায় সমিতি হিসেবে ঢাকা ক্রেডিটে এটিএম বুথ প্রতিষ্ঠা করেছেন। তিন শত বেডের হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেছেন। তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরো বলেন, ঢাকা ক্রেডিট পূর্ব পুরুষদের কৃতকর্মের সম্মান জানাই। এটা খুবই ভালো উদ্যোগ। এটা অব্যাহত রাখতে হবে।
ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও বলেন, ‘নির্মল রোজারিও আমাকে শিক্ষা দিয়েছেন সব খরচ খরচ না, কিছু কিছ খরচ বিনিয়োগ। তিনি ঢাকা ক্রেডিটকে একটি উচ্চ মাত্রায় নিয়ে গেছেন কর্মীদের ক্ষমতায়ন করার মধ্য দিয়ে।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব এবং ঢাকা ক্রেডিটের সদ্য নির্বাচিত সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া বলেন, সাভারের কৃতী সন্তান নির্মল রোজারিও এবং প্রদীপ স্ট্যানলী গমেজ। তাঁদের প্রতি আজ সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
বিলাস বার্নাড গমেজ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রদীপ স্ট্যানলী গমেজ ধরেন্ডা ক্রেডিটের একাউন্স আপডেট করেছিলেন। হিসাব বিভাগ সুশৃঙ্খল করেছিলেন। সেই সাথে নির্মল রোজারিওরও ধরেন্ডা ক্রেডিটের উন্নয়নে অবদান রয়েছে। তাঁদের নামে কমপ্লেক্স ও কমিউনিটি সেন্টার উদ্বোধন করার জন্য বর্তমান প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজসহ বোর্ডকে ধন্যবাদ জানাই।’
ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিটের সাভারে যে সেবা কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে, তা জাতি-ধর্ম-বর্ণ সব মানুষের উপকারে আসবে, তাই ধরেন্ডাবাসীর পক্ষে আমি কৃতজ্ঞতা জানাই।’
প্রদীপ স্ট্যানলী গমেজের ছোট ভাই ও ঢাকা ক্রেডিটের বোড অব ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ অনুষ্ঠানে বলেন, সাভারের কৃতী সন্তান নির্মল রোজারিও ও প্রদীপ স্ট্যানলী গমেজ যে সম্মান দেয়া হয়েছে তার জন্য ঢাকা ক্রেডিটকে কৃতজ্ঞতা জানাই। তাঁরা দু’জন ছাত্রাবস্থা থেকে সংগঠক ছিলেন। দুর্নীতিকে প্রশয় দেননি। তাঁদের সম্মান দেওয়ার জন্য নতুন প্রজন্ম সমাজ সেবা করার জন্য উৎসাহিত হবে।
প্রদীপ স্ট্যানলী গমেজের মা মেরী গমেজ তাঁর সন্তান ও ধর্ম সন্তান নির্মল রোজারিওকে সম্মান জানানোর জন্য ভীষণ খুশি। তিনি বলেন, ‘আমি আরো আশীর্বাদ করি তাঁরা যেন সমাজে আরো ভালো সেবা দিতে পারেন।’
নির্মল রোজারিওর স্ত্রী শিউলী রোজারিও বলেন, শক্তি রূপান্তর হয় বিনাশ হয় না। নির্মল রোজারিও যে গৌরব বয়ে এনেছেন, যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন সেটার ভাগিদার তাঁরাও। কর্মফল পাওয়ার জন্য কাজ করতে হয় না, যাঁর যে দায়িত্ব তাঁকে সেই দায়িত্বই পালন করতে হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বর্তমান ও নব নির্বাচি কর্মকর্তাগণসহ প্রায় তিনশত সদস্য।
একই অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সাভার সেবাকেন্দ্রের সমবায় বাজারের সামনে ঢাকা ক্রেডিটের একটি এটিএম বুথ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের বিদায়ী প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ।