ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ১৭ নভেম্বর ২০২৪
বাংলা : ৩ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized সামাজিক উন্নয়নে সকল ক্রেডিট ইউনিয়নকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন কাককো’র চেয়ারম্যান

সামাজিক উন্নয়নে সকল ক্রেডিট ইউনিয়নকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন কাককো’র চেয়ারম্যান

0
80

ডিসিনিউজবিডি।। গাজীপুর

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:’র আয়োজনের আয়কর ও ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ শেষে আলোচনায় সামাজিক উন্নয়নে সকল ক্রেডিট ইউনিয়নকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।

“আমাদের সমাজে নেতৃত্ব এবং প্রফেশনালের সংকট দেখা দিচ্ছে। এই সংকট থেকে উত্তোরণের জন্য আমাদের সকল সমবায় নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে এবং এটা যদি আমরা একত্রে করি তাহলে কাজটা সহজ হবে। আর তাই আমাদের সামাজিক দ্বায়বদ্ধতা থেকে একত্রে কাজ করতে হবে, বলে তিনি এদিন মন্তব্য করেন।

কাককো লি:, আয়োজিত আয়কর ও ভ্যাট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা

কাককো লি:’র আয়োজনে ৫-৭ অক্টোবর, ২০২৪ গাজীপুর জেলার মঠবাড়ীতে কেএসবি বাণিজ্যিক ভবন ও ট্রেনিং সেন্টারে তিনদিন ব্যাপী আয়কর ও ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর বিকেলে সমবায় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আলোচনা সভায় কাককো’র চেয়ারম্যান কস্তা সমবায় সমিতিসমূহকে একত্রে কাজ করার আহŸান জানান।

৭ অক্টোবর, ভ্যাট ও ট্যাক্স বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, কাককো লি:’র প্রাক্তন চেয়ারম্যান নির্মল রোজারিও, কাককো লি:’র ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ট্রেজারার নিকোলাস আর. কোড়াইয়াসহ অন্যান্য সমবায় সমিতির নেতৃবৃন্দ।

প্রশিক্ষণে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর ও যশোর অঞ্চল হতে ৪৪ জন প্রফেশনাল ও নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল সেশন পরিচালনা করেন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস্ ট্রেনিং হাউস (ভিটিসি)-এর প্রশিক্ষকবৃন্দ (এনবিআর সার্টিফাইড) এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ।

আলোচনা সভায় নির্মল রোজারিও বলেন, আমরা অনেক দিন থেকে ভ্যাট-ট্যাক্স বিষয়ে আলোচনা করলেও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি কিন্তু এখন আমাদের সিদ্ধান্তে আসতে হবে, আমাদের সরকারের আইন মানতে হবে।

“আইন অনুযায়ী আমরা যদি ভ্যাট-ট্যাক্স এখন না দেই তাহলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। তাই আমাদের উচিত সঠিকভাবে সোর্স ট্যাক্স ও অন্যান্য ভ্যাট-ট্যাক্স নিয়ম অনুসারে সাকারকে দেয়।” বলেন রোজারিও

দেশের সবচাইতে বড় কো-অপারেটিভগুলোর মধ্যে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং প্রতিষ্ঠানটি ভ্যাট-ট্যাক্স সঠিকভাবে সরকারকে দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সেক্রেটারী জন মাইকেল গমেজ অন্যান্য কো-অপারেটিভ নেতাদের ভ্যাট-ট্যাক্স সঠিকভাবে কর্তন এবং সরকারকে দেয়ার জন্য আহ্বান জানান।

কাককো লি:, আয়োজিত আয়কর ও ভ্যাট বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি জন মাইকেল গমেজ

আলোচনা সভা থেকে বিভিন্ন কো-অপারেটিভগুলোকে একত্রে ভ্যাট-ট্যাক্স বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং জাতীয় সমবায় সমিতি হিসেবে কাককো লি:, এই বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করবে।

বর্তমানে সরকারের আইন বিধি অনুযায়ী আমাদের সমবায় সমিতিগুলোকে ভ্যাট-ট্যাক্স এর আওতাভুক্ত করা হয়েছে। আয়কর আইন অনুযায়ী আমাদের নিজ নিজ সমিতির আয়কর পরিশোধের পাশাপাশি উৎসে কর কর্তনেরও বিধান রয়েছে। আমরা অনেকেই এখনো এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানি না। ফলে, অনেক সমিতিই বর্তমানে আয়কর সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছে। এই আয়কর ও ভ্যাট সম্পর্কে ভালভাবে জানা ও সঠিকভাবে পালন করার লক্ষ্যে আয়কর ও ভ্যাট এক্সপার্টদের সমন্বয়ে কাক্কো এই প্রশিক্ষনের আয়োজন করেছে বলে মন্তব্য করেণ কাককো লি: এর নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।

মূল সেশনে ভ্যাট বিষয়ক প্রাথমিক ধারনা ও ভিডিএস (উৎসে ভ্যাট কর্তন) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা ও লেখক, ভ্যাট ও আইন প্রশিক্ষক আবু সুফিয়ান।

ব্যক্তিগত কর বিষয়ে আলোচনা করেন এনবিআর তালিকাভুক্ত আয়কর ও ভ্যাট কনসালটেন্ট ও প্রশিক্ষক মো. রিপন মিয়া। তিনি তাত্তি¡ক আইন বিধি আলোচনার পাশাপাশি হাতে কলমে নিজ নিজ আয়কর নির্ধারণ করতে সহায়তা করেন। টিডিএস (উৎসে কর কর্তন) ও অগ্রিম কর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এনবিআর তালিকাভুক্ত আয়কর ও ভ্যাট কনসালটেন্ট ও প্রশিক্ষক মো. আল-আমিন।

এ ছাড়াও টিডিএস ও ভিডিএস রিটার্ন পদ্ধতি, ব্যক্তিগত কর, অফিস ফাইল এসেসমেন্ট ও রিটার্ন বিষয়ে আলোচনা করেন ঢাকা ক্রেডিট’র সিইও লিটন টমাস রোজারিও।