শিরোনাম :
সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসীদের উপর বাঙালিদের বর্বর নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসীদের উপর বাঙালিদের বর্বর নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে “জাতীয় আদিবাসী পরিষ “।
“জাতীয় আদিবাসী পরিষদ” রাজশাহী জেলা কমিটির উদ্দ্যোগে ২২ এপ্রিল, সকাল ১০টায় সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে গত ৬ নভেম্বর, ২০১৬ তারিখে সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসীদের উপর বাঙালিদের বর্বর হামলা, অগ্নিসংগযোগ, লুটপাট, ভাংচুর, হত্যা, নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শুসেন কুমার স্যামদুয়ার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি কল্পনা রায়, জনউদ্দোগ রাজশাহী ফেলো জুলফিকার আহম্মেদ গোলাম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান প্রমূখ্য।মানববন্ধনে বক্তারা সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী বাঙালিদের উপর বর্বর হামলা, অগ্নিসংগযোগ, লুটপাট, ভাংচুর, হত্যা, নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের দীর্ঘ সুত্রতায় আসংখা প্রকাশ করে , জতদ্রত সম্ভব দুষীদের বিচারের দাবি জানান ,
মানববন্ধন শেষে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর।
আরবি.আরপি.২৩ এপ্রিল, ২০১৮