ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক সি. জেরার্ড ফার্নান্দেস বিবিসি’র সব চেয়ে প্রভাবশীলী নারীদের তালিকায়

সি. জেরার্ড ফার্নান্দেস বিবিসি’র সব চেয়ে প্রভাবশীলী নারীদের তালিকায়

0
1434

ডেস্ক নিউজ:
একাশি বছর বয়সী সি. জেরার্ড ফার্নান্দেসের নাম বিবিসি’র বিশ্বের সব চেয়ে প্রভাবশীলী নারীদের তালিকায় স্থান পেয়েছে। সিংগাপুরের অধিবাসী সি. ফার্নান্দেস প্রিজন মিনিষ্ট্রির মাধ্যমে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীদের দীর্ঘদিন ধরে কাউন্সিলিং দিয়েছেন।
সম্প্রতি তাকে নিয়ে ‘সিস্টার’ নামে একটি শর্ট ফ্লিম তৈরি করা হয়েছে। সেই ফ্লিমে দেখানো হয়েছে ক্যাথেরিন টান নামের মৃত্যুদন্ডপ্রাপ্ত এক নারী যাকে সি. ফার্নান্দেস কাউন্সিলিং দিয়েছেন। ক্যাথেরিন টান ১৯৮১ সনে সিংগাপুরে সাড়া জাগানো ডাবল মার্ডার কেসের আসামী ছিলেন।
সি. ফার্নান্দেস বলেন, আমি স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করিনি। আমি আমার কাজ করে এবং মানুষকে ঈশ্বরের দয়া দেখাতে পেরে সন্তুষ্ট। তিনি বলেন, আমি ভঙ্গ হৃদয়ের জন্য কাজ করি।