শিরোনাম :
সুইট ডিসেম্বর পালনের মাধ্যমে বড় দিনের বার্তা দিল ঢাকা ক্রেডিট
ডিসিনিউজবিডি।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর পরিচালনা পরিষদ ও কর্মীবৃন্দ সুইট ডিসেম্বর পালনের মাধ্যমে আসন্ন বড়দিনের বার্তা দিল।
২ ডিসেম্বর, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসের কর্মীবৃন্দ এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ প্রার্থনা, বড় দিনের কেক কেটে ও কীর্তন গাওয়ার মাধ্যমে যীশু খ্রীষ্টের জন্মের অর্থাৎ বড় দিনের মাসকে বরণ করে নিয়েছে।
প্রাধান কার্যালয়ে সুইট ডিসেম্বর পালনের প্রক্কালে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারী মাইকেল জন গমেজ, বোর্ড সদস্য মনিকা গমেজ, নিরাপদ হালদার, মনোজ ক্লেমেন্ট গমেজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস গমেজসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
খ্রিষ্টানদের কাছে ডিসেম্বর মাস হলো যীশুর জন্ম উদযাপনের মাস। ৩০ নভেম্বর, রাতে ১২ টা বাজার সাথে সাথে মায়ানমারের খ্রিষ্টান ধর্মীয় মানুষেরা সাধারণ উপায়ে পবিত্র মাস উদযাপন করে, ভালো খাবার রান্না করতে এবং ভাগ করে নেওয়ার জন্য এবং প্রার্থনা করার জন্য একত্রিত হয়। তাদের জন্য সুইট ডিসেম্বর একটি অন্তর্নিহিত গভীর ধর্মীয় বিষয় এবং অনেক আনন্দঘণ অনুষ্ঠান।
বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী বড় দিনের জনপ্রিয় গানটি উল্লেখ করে সুইট ডিসেম্বর পালনের প্রাক্কালে পাপড়ি দেবী আরেং বলেন, “আমরা যে বড় দিনের সামনে চলে এসেছি আজকে তা বুঝতে পারছি। এখন আমাদের বাহ্যিকতার সাথে আধ্যাত্মিক প্রস্তুতি নেয়ার সময় এসেছে।”
সুইট ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রতিষ্ঠানটির সেক্রেটারি মাইকেল জন গমেজ বলেন, আমরা যে বড় দিনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করি আজকে তারই বর্হিপ্রকাশ দেখতে পাচ্ছি।
“বড় দিন সকলের জীবনে বয়ে আনুক সুখ ও শান্তি,” বলেন সেক্রেটারি।
ঢাকা ক্রেডিট ২০১০ সাল থেকে সুইট ডিসেম্বর পালন করে আসছে এবং এর মাধ্যমে যীশু খ্রীষ্টের জন্মদিন ও বড় দিনকে স্বাগতম জানানো হয়।