ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও

0
2217

ডিসি নিউজ || ঢাকা:

ডেঙ্গু থেকে আরোগ্য লাভ করে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে আর্চবিশপ হাউজে ফিরলেন ঢাকার  আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি।

তিনি ফেসবুকে লিখেন, ‘আজ ২০ জুন তারিখে বিকেল দুটোর মধ্যে হাসপাতাল থেকে ঘরে ফিরে যাচ্ছি। আপনাদের/তোমাদের সকল প্রার্থনার ফলে, দুটো হাসপাতালের কর্তৃপক্ষের ব্যক্তিগত নির্দেশনায়, ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য-কর্মীদের সেবাযত্নের ফলশ্রুতিতে, এবং বিশপ শরতের নির্দেশনায়, বাড়ীর সিস্টারদের দেখাশুনা এবং সর্বোপরি ঈশ্বরের ভালবাসা ও করুণার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ নিরাময় লাভ করে, আনন্দ নিয়ে, ১৮ দিন পরে, আবার আপন ঘরে ফিরছি। নতুন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরা সে কী আনন্দ! কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও’
প্রসঙ্গত, একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন করোনায় আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি