ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সুবর্ণজয়ন্তী উদযাপন

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সুবর্ণজয়ন্তী উদযাপন

0
80

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’এর ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী নৃত্যের মাধ্যমে বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরেন। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইউফ্রেজী বারবীর মোলার উন্মোচন ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অঞ্জলি প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মদেশের আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের কাছে প্রত্যাশা করি তোমরা সফলতার উচ্চ শিখরে আরহোন করো।

“তোমরা সর্বদা সৎ, পবিত্র ভাবে জীবন যাপন করবে। মূল্যবোধ পালন নিজেদের জীবন এবং অন্যদেরও শিখাবে। তোমরা সর্বদা দেশ মার্তৃকাকে ভালোবাসবে। যাতে মানুষ বুঝতে পারে তোমরা মিশনারী স্কুলের ছাত্রী,” বলেন বিশপ বিজয়।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সিলর ফাদার প্যাট্রিক গ্যাফনি, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা কমিশনার সেক্রেটারি জ্যোতি এফ গমেজ সহ আরএনডিএম এবং অন্যান্য মিশনারী স্কুল কলেজের অধ্যক্ষ, শিক্ষক, প্রাক্তণ শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হেমন্ত কোড়াইয়া উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন হতে আহ্বান করেন বলেন, “আমাদের পরিবেশ আজ বিপন্ন, আমাদের প্রবাহমান নদীগুলো আজ দূষণে জর্জরি। তাই আমাদের উচিত এই পরিবেশ দূষণ রোধ করা এবং আমাদের প্রতিবেশীকে পরিবেশ নিয়ে সচেতন করে তোলা।” একই সাথে সাসটেনাবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলার আহ্বান জানান।