শিরোনাম :
সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধন
ডিসিনিউজ || গাজীপুর
আজ গাজীপুরের কালীগঞ্জের ঐতিহ্যবাহী নাগরীর সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধন হয়েছে। শতবর্ষ পূর্তির অনুষ্ঠান চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।
ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী, এমপি, বিশেষ অতিথি স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমিসহ গণ্যমান্য ব্যক্তি, স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকগণ, প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ স্কুলটির মাধ্যমে অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারের অবদানের কথা উল্লেখ করেন। যাঁরা শিক্ষা দিয়েছেন তাঁদেরও স্মরণ করা হয়। স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মননা দেওয়া হয়।